উলুবেড়িয়া: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক নির্মল মাজি। শুক্রবার বোর্ড গঠনের সময় পঞ্চায়েত অফিসে ঢুকতে গেলে গ্রামের লোকজন আটকে দেন বিধায়ককে। তারা বলেন, বিধায়কের ঢোকার কোনও নিয়ম নেই। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বিক্ষোভের জেরে পিছু হটেন শাসকদলের এই দাপুটে বিধায়ক।
বিধায়ককে বাধা দাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। ওই ভিডিওয় দেখা দিয়েছে একটি বাইকের পিছনে নির্মল বসে রয়েছেন। গ্রামের একদল লোক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। পড়ে অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে তিনি আর পঞ্চায়েত অফিসে ঢোকেননি।
আরও পড়ুন: মুরারইয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বোর্ড
বিধায়ক অবশ্য বিক্ষোভের কথা মানতে চাননি। তিনি বলেন, দলের অঞ্চল সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ১৪৪ ধারা জারি ছিল বলেই মাত্র একজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলাম। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা নন, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপির লোকজন। পঞ্চায়েত দফতরের সামনে বিজেপির লোকজন দাঁড়িয়েছিল। তিনি বলেন, এসব অসভ্যতা করে বিজেপি তৃণমূলকে ভয় দেখাতে পারবে না।
এদিকে হাওড়া জেলার জগৎবল্লভপুরের ইসলামপুরে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হয়ে ওঠে এলাকা। দলীয় নির্দেশ অমান্য করে বিদায়ী উপপ্রধান প্রধান হতে চেয়ে ভোটাভুটি করেন। তাতেই পাল্টা গোষ্ঠী খেপে যায়। দুগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল লাঠিসোঁচা নিয়ে একে অপরে উপর চড়াও হয়। পুলিশ এবং ব়্যাফ লাঠিচার্জ করে। পুলিশের তাড়া খেয়ে অনেকে পুকুরে ঝাঁপ দেন। গন্ডগোলে বোর্ড গঠন প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায়।