কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের মাতৃত্বের খবর ঘোষণা করেছেন আগেই। এবার সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন বেবি বাম্পের ছবি। বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর তার জীবনের সবচেয়ে সুন্দর মুহুর্তগুলি কাটাচ্ছেন। স্বরা তাঁর স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষার দিন গুনছেন। ফেব্রুয়ারিতে এই দম্পতির কোর্ট ওয়েডিং এবং মার্চে একটি সামাজিক অনুষ্ঠান করেছিলেন। দু’জন জুন মাসে গর্ভধারণের কথা জানান সোশ্যাল মিডিয়ায়। জানা ফিয়েছে, অক্টোবরেই স্বরা ও ফাহাদ তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন এই পৃথিবীতে।
এদিন ইনস্টাগ্রামে আরামদায়ক মাতৃত্বকালীন একটি পোশাক পড়ে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন সকলের সঙ্গে। স্বরার পোশাক কেবল আরামদায়ক নয়, ফ্যাশানেবলও। মাতৃত্বকালীন সময় যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন স্বরা। তবে অভিনেত্রীর এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিংও। আবার অনেকে যেমন অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: আজ কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দফতর জানুন
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও রাজনীতিক ফাহাদ আহমেদ। জুন মাসে শোনালেন সুখবর। এছাড়াও বেশ কিছু দিন আগেও সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি পোস্ট করে স্বরা লেখেন, কখনও কখনও তোমার সব প্রার্থনার উত্তর একসঙ্গে পাওয়া যায়।
৬ অগাস্ট স্বরা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তাঁএও স্বামীর সঙ্গে। ছবিতে অভিনেত্রীকে সেলফি তুলতে দেখা যায় তার পাশে শুয়ে আছেন স্বামী। শীঘ্রই হতে যাওয়া বাবা-মাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। কারণ তারা এক সঙ্গে একটি সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। এদিন তিনি গোলাপী রঙের ফ্লোরাল-প্রিন্টেড পোশাকে তার বেবি বাম্প ফ্লান্ট করেছিল। ছবিটি শেয়ার করে স্বরা একটি সুন্দর বার্তা লিখেছেন, টু প্লাস ওয়ান সমান একটি হৃদয়।