কলকাতা: টলপাড়ায় (Tollywood) যেন বিয়ের মরশুম। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়- সৌম্য বক্সী, মিষ্টি সিং-রেমো দাস, শ্রুতি-স্বর্ণেন্দু, অনামিকা-উদয় একের পর এক জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার বিয়ে করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)! সম্প্রতি, অভিনেত্রী (Actress) সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, পরনে নীল বেনারসি, হাতে শাঁখা-পলা, কপালে চওড়া সিঁদুর। একেবারে বিয়ের কনের সাজে। তবে কি অসুস্থ রুবেলের সঙ্গে গোপনে কি বিয়ে সারলেন শ্বেতা?
নিম ফুলের মধুর সেটে গুরুতর চোট পান শ্বেতার প্রেমিক তথা অভিনেতা রুবেল দাস। পড়ে গিয়ে দু পায়ের গোড়ালি ভেঙেছেন। প্লাস্টার করে একেবারে শয্যাশায়ী তিনি। তবে কি ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্যই তড়িঘড়ি বিয়ে করে নিলেন অভিনেত্রী। না, একেবারেই তা নয়। শ্বেতা সম্প্রতি একটি ব্রাইডাল শুট করেছিলেন। এগুলো তারই ছবি। সেখানে তিনি এমন কনের সাজে ধরা দিয়েছেন। নীল শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ সিঁথি জুড়ে সিঁদুর শাঁখা-পলা আর মুখের চওড়া হাসি ফের একবার ভক্তদের মন চুরি করলেন শ্বেতা।
আরও পড়ুন:Alia Bhat | Audition | আলিয়ার প্রথম অডিশনের ভিডিও ভাইরাল
এই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শ্বেতা লেখেন, বি সাচ আ গুড সোল’ অর্থাৎ ‘ভালো মনের মানুষ হও’। সঙ্গে তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, মাই লাইফ, মাই রুলস, ইনস্টা গুড, ইত্যাদি। তাঁর এই স্নিগ্ধ বধূবেশ দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। কমেন্টও করেছেন। এক অনুরাগী লেখেন,’তুমি তো খুব ভালো মনেরই একজন মানুষ’। কেউ লিখেছেন, ‘কী যে ভালো লাগে তোমায়’।