কলকাতা : শুক্রবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেবের(Dev) নতুন ছবি ব্যোমকেশ ও দুর্গ রহস্য(Byomkesh O Durgo Rohosyo)।প্রকাশ্যে এল ছবির গান ‘ও যে মানে না মানা'(O Je Mane Na Mana)।যে গানে রোম্যান্সের মেজাজে ধরা দিলেন ব্যোমকেশ-সত্যবতী(Byomkesh-Satyabati) ওরফে দেব ও রুক্মিণী(Dev & Rukmini)।ছবির জন্য এই রবীন্দ্রসংগীতটি(Rabindra Sangeet) গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী(Lagnajita Chakraborty)।ব্যোমকেশ ও দুর্গ রহস্য পরিচালনার দায়িত্বে রয়েছেন বিরসা দাশগুপ্ত(Birsa Dasgupta)।উত্তম কুমার,আবির চট্টোপাধ্যায়,যিশু সেনগুপ্ত কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়দের পর এবার বাঙালির অন্যতম গোয়েন্দা আইকন ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করেছেন টলি সুপারস্টার দেব।বরাবরই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন চ্যালেঞ্জ খ্যাত তারকা।তাই ব্যোমকেশ হওয়ার চ্যালেঞ্জটাও সাদরে গ্রহণ করেছেন তিনি।অভিনয় করেছেন বিরসা দাশগুপ্ত পরিচালিত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে। আর এই নতুন জার্নিতে দেব পাশে পেয়েছেন তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রকে।ছবির সত্যবতী তিনিই।সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবারই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন দেবের সঙ্গী রুক্মিণী মৈত্র।এবং, লেখক অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা ব্যোমকেশ কাহিনি দুর্গ রহস্য অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।একদিকে যেমন বড়পর্দায় আসছে দেবের ব্যোমকেশ।সদ্যই মুক্তি পেয়েছে লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া ছবির অন্যতম রবীন্দ্রসংগীত ‘ও যে মানে না মানা’।
অন্যদিকে খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের দুর্গ রহস্য।বরাবরের মতো ওটিটি সিরিজ দুর্গ রহস্য-এও ব্যোমকেশ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।সোহিনী সরকারকে দেখা যাবে সত্যবতীর ভূমিকায়।রাহুল রয়েছেন অজিতের চরিত্রে।দেবের ব্যোমকেশ নাকি সৃজিতের ব্যোমকেশ।কোন ব্যোমকেশ বেশি জনপ্রিয়তা পাবে,সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল জল্পনা।এমনকি টলিউডের দুই ব্যোমকেশকে নিয়ে বাঙালি দর্শককূলও দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।কিন্তু কিছুদিন আগেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার লঞ্চে সকলকে চমকে দিয়ে হাজির হয়েছিলেন সৃজিৎ মুখোপাধ্যায় এবং তাঁর ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য এবং সত্যবতী সোহিনী সরকার।
View this post on Instagram