কলকাতা: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী (Actress) সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত তিনি। আর সেই রোগের চিকিৎসার জন্যই বর্তমানে সিনেজগৎ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, অভিনেত্রী নিজের চিকিৎসার জন্য হাত পেতেছেন এক দক্ষিণী সুপারস্টারের কাছে। ২৫ কোটি টাকা অর্থ সাহায্য নিয়েছেন নাকি। পাশাপাশি এও শোনা যাচ্ছে, মাস খানেকের ছুটির জন্য প্রযোজকদের থেকে নেওয়া অগ্রীম টাকা ফিরিয়ে দিয়ে ১২ কোটির লোকসান করে ফেলেছেন সামান্থা। তবে এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
অভিনেত্রী লিখেছেন, “মায়োসাইটিসের চিকিৎসা জন্য ২৫ কোটি টাকা? কেউ আপনাকে ঠকিয়েছে। আমি গর্বিত কারণ এই সংখ্যার মাত্র একটি ভগ্নাংশ আমি খরচ করছি। আর আমার মনে হয় না আমি আমার কর্মজীবনের পারিশ্রমিক মার্বেলে পেয়েছি। তো আমি আমার যত্ন নিজেই নিতে পারি।’ অভিনেত্রী আরও জানান, “মায়োসাইটিস এমন এক অবস্থা যেই রোগে হাজার হাজার মানুষ আক্রান্ত হন। তাই এর চিকিৎসা নিয়ে ভুল তথ্য দেবেন না।” তাঁর সাফ জবাব, তাঁকে নিয়ে যা রটেছে তা একেবারেই মিথ্যে, ভুল। তাঁকে কোনও টাকা ধার নিতে হয়নি কারও কাছ থেকেই।
আরও পড়ুন:Game Changer | Ram Charan | Kiara Advani | রামচরণ-কিয়ারার গানের বাজেট ৯০ কোটি!
প্রসঙ্গত, ২০২২ সালে অটো ইমিউন অসুখ মায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন সামান্থা। এই রোগের চিকিৎসার জন্য বেশ কিছু বড় প্রজেক্ট ছাড়তে বাধ্য হয়েছেন সামান্থা। এতে তাঁর প্রায় ১৮ কোটি খরচ হয়েছে বলেই খবর। যদিও এ সব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। সুস্থ হয়েই তিনি কাজে ফিরতে চান। অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছিল পুরাণ ভিত্তিক ছবি ‘শকুন্তলম’-এ। এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি গুণশেখর পরিচালিত এই সিনেমা। যদিও সামান্থার অভিনয় প্রশংসিত হয়েছিল। কিছুদিন আগেই ছুটি কাটাতে বালি গিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ারও করেছিলেন তিনি। সবুজ রঙের সুইমস্যুট এবং ম্যাচিং সারং পরে সৈকতে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে।