মুম্বই : বলিউডে ফিরছেন চক দে! ইন্ডিয়া(Chak De! India) খ্যাত পরিচালক শিমিত আমিন(Shimit Amin)। ২০০৯ সালে মুক্তি পায় পরিচালকের শেষ বলিউড ফিল্ম রণবীর কাপুর(Ranbir Kapoor) অভিনীত রকেট সিং-সেলসম্যান অফ দ্য ইয়ার(Rocket Singh-Salesman Of The Year)।এরপর আমেরিকা ফিরে যান শিমিত আমিন।এরপর মার্কিন মুলুকে একাধিক ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে কাজ করলেও বলিউড ছবির পরিচালনায় আর দেখা যায়নি শিমিত আমিনকে।অবশেষে দীর্ঘ ১৩ বছর পর বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক(Comeback) করছেন পরিচালক।শোনা যাচ্ছে, বেশ কিছু নতুন ছবির চিত্রনাট্য তৈরি রয়েছে শিমিতের কাছে।সেই নিয়েই বলিউডের একাধিক প্রযোজকদের সঙ্গে সাক্ষাত করছেন শিমিত আমিন।তবে শিমিত আমিনের পরিচালনায় পরবর্তী ছবি কি হতে চলেছে এখনই জানা যাচ্ছে না।নানা পাটেকর অভিনীত ক্রাইম থ্রিলার ফিল্ম অব তক ছপ্পন পরিচালনা করে ২০০৪সালে বলিউডে পা রাখেন আমেরিকা নিবাসী ভারতীয় পরিচালক শিমিত আমিন।সমালোচকম মহলে ছবি প্রশংসিত হলেও বক্সঅফিস বড় সাফল্য পেতে আরও তিনটে বছর অপেক্ষা করতে হয়েছে শিমিতকে।২০০৬সালে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের সঙ্গে হাত মেলান পরিচালক।তৈরি করেন চক দে ইন্ডিয়া-র মতো বক্সঅফিস কাঁপানো ছবি।যে ছবিতে হকি কোচ কবীর খানের ভূমিকায় দেখা গিয়েছে স্বয়ং শাহরুখ খানকে।চক দে ইন্ডিয়া-র জন্য জাতীয় পুরস্কার সহ একাধিক সম্মান পান শিমিত আমিন। ২০০৯ সালে মুক্তি পায় পরিচালকের শেষ বলিউড ফিল্ম রকেট সিং-সেলসম্যান অফ দ্য ইয়ার।তারপরই মার্কিন মুলুকে ফিরে যান তিনি।
পরবর্তীকালে মীরা নায়ার পরিচালিত ছবি পলিটিক্যাল থ্রিলার ফিল্ম দ্য রেলুকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে মুখ্য উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন শিমিত আমিন।২০২০সালে নেটফ্লিক্সে মুক্তি পায় বিবিসির ওয়েব সিরিজ এ স্যুইটবল বয়।সিরিজের একটি পর্বের পরিচালনার দায়িত্বে শিমিত আমিনই ছিলেন।যদিও বিগত ১৪ বছরে বলিউড ছবির পরিচালকের চেয়ারে আর বসেননি তিনি।শেষ পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরতে চলেছেন শিমিত।নতুন গল্প-চিত্রনাট্যের ডালি নিয়ে হাজির তিনি।শোনা যাচ্ছে,আদিত্য চোপড়া সহ বলিউডের আরও বেশ কিছু প্রযোজকদের সঙ্গে দেখা করে নতুন ছবির গল্প শুনিয়েছেন পরিচালক।আলোচনা ইতিবাচক হয়েছে বলেই বিশেষ সূত্রে জানা যাচ্ছে।কিছুদিনের মধ্যেই হয়তো জানা যাবে কোন ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন চক দে ইন্ডিয়া খ্যাত পরিচালক।