কলকাতা: কোথায় হবে শাহি সফর তা নিয়েই চিন্তিত বঙ্গ বিজেপি। সদ্য পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হয়েছে। আগামী মাসে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah)। তিনি বাংলায় (Westbengal) সভা করবেন। ২০২৪ লোকসভা নির্বাচনের (Loksava Vote) এক বছর আগে থেকে প্রতি মাসে বাংলায় আসার কথা রয়েছে তাঁর। বিজেপি (BJP) সূত্রে খবর, আগস্ট মাস থেকে তাঁর ধারাবাহিকভাবে বঙ্গ সফর শুরু হবে। পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) আক্রান্ত হয়ে যেসব নেতারা ঘর ছাড়া রয়েছেন তাঁদের সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। পঞ্চায়েত ভোটের জন্য এতদিন সেই কর্মসূচি স্থগিত করে রেখেছিলেন তিনি।
গত শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। পরে সেদিনই পঞ্চায়েত ভোটে বিজেপির ফল (Result) নিয়ে টুইট (Tweet) করে রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার (Opposition) প্রশংসা করেন শাহ। তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিক পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে। যাতে প্রমাণিত আমাদের উপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও লেখেন, এটি জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৬ হাজার ৫৭০ আসনে জয় পেয়েছিল বিজেপি। এবছরের পঞ্চায়েত ভোটে ১১ হাজারের বেশি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এখন রাজ্যে বিজেপির ৬৯ জন বিধায়ক রয়েছেন। পঞ্চায়েত ভোটে তৃণমূল জয় পেলেও তারই মধ্যে অমিত শাহের সফর নিয়ে উজ্জীবিত বিজেপি শিবির। তবে তাঁরা জানেন না কোথায় সভা করবেন অমিত শাহ। একটি সূত্রের দাবি, তিনি আরামবাগে (Arambag) সভা (Meeting) করতে পারেন। তবে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। কারণ সে ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।