কানাডা: দুরন্ত ছন্দে পিভি সিন্ধু (PV Sindhu) এবং লক্ষ্য সেন (Lakshya Sen)। ব্যাডমিন্টন কোর্টে নিজেদের ক্ষিপ্রতা দেখিয়ে কানাডা ওপেনের শেষ চারে উঠে গেলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী সিন্ধু চার বারের সাক্ষাতে প্রথম বার হারালেন ফাং জিয়েকে। স্ট্রেট গেমে জেতেন সিন্ধু। ম্যাচের ফলাফল ২১-১৩, ২১-৭। বলা যেতে পারে সিন্ধুর বিরুদ্ধে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ফাং জিয়ে। অন্যদিকে, লক্ষ্য সেনকে তিন সেটেই লড়াই করতে হল জেতার জন্যে। তিনি জার্মানির জুলিয়েন কারাগিকে হারালেন ২১-৮, ১৭-২১, ২১-১০ গেমে।
প্রথম গেম খুব সহজেই জিতলেন লক্ষ্য সেন। তবে দ্বিতীয় গেমে দুর্দান্ত কামব্যাক করেন জুলিয়েন। ১৭-২১-এ পরাজিত করেন লক্ষ্য সেনকে। অন্তিম গেমে আবারও প্রত্যাবর্তন ভারতীয় শাটলারের।
সেমিফাইনালে সিন্ধুর সামনে কঠিন লড়াই। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন তিনি। অন্য দিকে লক্ষ্য খেলবেন চতুর্থ বাছাই জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে। ইয়ামাগুচির বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ১৪-১০ এগিয়ে রয়েছেন সিন্ধু। তবে এ বছর সিঙ্গাপুর ওপেনে ইয়ামাগুচির কাছে হেরেছিলেন তিনি। লক্ষ্য এবং নিশিমোতো মুখোমুখি সাক্ষাতে দু’জনেই একটি করে ম্যাচ জিতেছেন।