কলকাতা: পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বাস্তু শাস্ত্র (Vastu Shastra) বিশেষ ভূমিকা পালন করে। বাস্তু শাস্ত্র অনুযায়ী, পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে। এর ফলে গৃহের পরিবেশ ভাল থাকে। ধন লাভের পথ প্রশস্ত হয়। এর প্রভাবে সেই পরিবারে লক্ষ্মীর (Lakshmi) বাস হয় এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়। আর সেকারণে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু সহজ কাজ করতে বলে বাস্তু শাস্ত্র। জেনে নিন কী কী করবেন
মন্দিরে প্রদীপ জ্বালান- রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠাকুরঘরে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। মনে করা হয় প্রতিদিন প্রদীপ প্রজ্জ্বলিত করলে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সেই পরিবারে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। শাস্ত্র মতে ঠাকুরঘর কখনও অন্ধকার রাখতে নেই।
কর্পূর জ্বালান- বাস্তু শাস্ত্র অনুযায়ী, রাতে ঘুমাতে যাওয়ার আগে কর্পূর জ্বালিয়ে নিন। শয়নকক্ষের পাশাপাশি পুরো ঘরে কর্পূরের ধুয়ো দেখান। কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তি শেষ হয় এবং লক্ষ্মী প্রসন্ন হন।
আরও পড়ুন:Health Tips | সারাক্ষ্ণণ খাই খাই ভাব? জানুন এর থেকে মুক্তির উপায়
সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন- রাতে ঘুমাতে যাওয়ার আগে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। কারণ এ দিকে পূর্বপুরুষদের বাস হয়। প্রদীপ প্রজ্জ্বলিত করলে পূর্বপুরুষরা সুখ-সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন। সারা রাত প্রদীপ প্রজ্জ্বলিত করা সম্ভব না-হলে সন্ধ্যা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলিত করুন। তার পর এ দিকে একটি ছোট বাল্ব জ্বালিয়ে দিন।
প্রবেশদ্বার পরিষ্কার রাখতে হবে- বাস্তু শাস্ত্র অনুযায়ী, রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার করে নিন। বাড়ির প্রবেশদ্বারের সামনে থেকে জুতো-চটি সরিয়ে দেওয়া উচিত। কারণ লক্ষ্মী এই দ্বার থেকেই প্রবেশ করেন। তাই বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
বাড়ির কোণ পরিষ্কার রাখতে হবে- বাস্তু শাস্ত্রে, বাড়ির প্রতিটি কোণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। মনে করা হয় বাড়ির ঈশান কোণ ও উত্তর দিককে রাতে পরিষ্কার করে নেওয়া উচিত। শাস্ত্র মতে এই কোণে কুবেরের বাস হয়।
পা সঠিক দিকে রাখুন- রাতে ঘুমানোর সময়ে পা যাতে দরজার দিকে না-থাকে সে দিকে লক্ষ্য রাখুন। মনে করা হয় দরজার দিকে পা রেখে ঘুমালে সমৃদ্ধি দূর হয়।
ঈশ্বরের নাম স্মরণ করতে হবে- ঘুমানোর আগে নিয়মিত ইষ্টদেবতার স্মরণ করুন। তার পর বাঁ দিকে ঘুরে ঘুমান। এর ফলে স্বাস্থ্য ভালো থাকবে।