কলকাতা: যতদিন যাচ্ছে, মেসেজিং অ্যাপের প্রতিযোগিতা ক্রমে বেড়েই চলেছে। কিন্তু তার মধ্যেও বাকিদের টেক্কা দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সফল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। নিত্যনতুন অনেক ফিচার্সও যুক্ত হয়েছে এই অ্যাপে (App)। কিন্তু হোয়াটসঅ্যাপে সম্প্রতি শুরু হয়েছে এক পুরনো জালিয়াতি যা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সাইবার বিশেষজ্ঞরা। সম্প্রতি অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক সমেত একটি মেসেজ পাঠানো হচ্ছে ইউজারদের। অনেকেই না জেনে সেই লিঙ্ক ক্লিক করে সর্বস্ব খুইয়েছেন। কারণ এই লিঙ্কের আড়ালে ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা। উক্ত লিঙ্কে যে অ্যাপটি ডাউনলোড করতে বলা হচ্ছে সেটি গোলাপি রংয়ের। তাই আপনার কাছে যদি এই ধরনের লিঙ্ক এসে থাকে তাহলে এখনই সাবধান হন।
পিঙ্ক হোয়াটসঅ্যাপ স্ক্যাম কী?
হোয়াটসঅ্যাপ ইউজারদের এই লিঙ্ক পাঠিয়ে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আরও বেশি ফিচার্স এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। এই সুবিধা নিতে চাইলে আজই ডাউনলোড করুন এই অ্যাপ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপ সম্পূর্ণ ভুয়ো, গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করিয়ে ইউজারের ফোনে ভয়ঙ্কর ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়ার পরিকল্পনা জালিয়াতদের। কারণ, লিঙ্কের সঙ্গে যুক্ত থাকছে malicious software। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। হ্যাকারদের হাতে চলে যাবে আপনার গোপনীয় তথ্য। এমনকি পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তাই দেশের সকল হোয়াটসঅ্যাপ ইউজারদের গোলাপি হোয়াটসঅ্যাপ সংক্রান্ত মেসেজ, মেইল বা যে কোনও ধরণের পোস্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:Bike Taxi | বাইক ট্যাক্সিতে বাণিজ্যিক নম্বর প্লেট লাগাতেই হবে
কীভাবে সতর্ক থাকবেন?
হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক এলেই সেখানে ক্লিক করে তা ডাউনলোড করতে যাবেন না। ভেরিফায়েড সোর্স যেমন গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন অথবা আপডেট করুন। সতর্ক থাকুন, সজাগ থাকুন, প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
চ্যাট লক ফিচার- আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু’ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।