নিউইয়র্ক: জীবিত উদ্ধার করা যাবে নিখোঁজ টাইটানের (Titan) যাত্রীদের? এবার এই প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খেতে শুরু করেছে। সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া নিখোঁজ টাইটানের খোঁজে জোর তল্লাশি চলছে। আমেরিকার উপকূল রক্ষী বাহিনী (US Coast Guard), কানাডার সামরিক বিমান (Canadian military planes), ফ্রান্সের ভেসেল (French vessels), রোবট (Teleguided Robots) তল্লাশিতে নেমেছে। রবিবার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় টাইটান। কিন্তু যে বিষয়টি সব থেকে উদ্বেগে রেখেছে তা হল সেখানে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেন (Oxyzen) থাকার কথা। আমেরিকার উপকূল রক্ষী বাহিনীর মতে, আর মাত্র ৬ ঘণ্টার অক্সিজেন বেঁচে থাকার কথা সাবমেরিনে। যার ফলে উদ্ধারকারীদের ২৪ ঘণ্টায় কাজ করতে হচ্ছে। ওই নিখোঁজ টাইটানে রয়েছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানিরে শাহজাদা দাউদ ও তাঁর ছেলে। একটি কানাডার বিমান টাইটানকে খোঁজার সময় বুধবার শব্দ শুনতে পেয়েছেন। সেখানে তল্লাশি চালানো হচ্ছে। ওই শব্দ বলে দিচ্ছে ছোট পর্যটনের ওই যানে যাত্রীরা বেঁচে রয়েছেন। কিন্তু তাদের কোথা থেকে তা হচ্ছে নিশ্চিত করা যায়নি। কোস্ট গার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক বলেন, আমরা আশা করে আছি।
পর্যটনবাহী সাবমেরিন ‘টাইটান’ (Titanic) হারিয়ে যায় টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে। আটলান্টিক মহাসাগরে পাঁচজন পর্যটনবাহী নেমেছিলেন টাইটানিকের ধ্বংসাবশেষ খোঁজ করার জন্য। কিন্তু ২৪ ঘন্টার বেশি সময় হয়ে গেলেও সেই সাবমেরিনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জোর কদমে চালানো হচ্ছে তল্লাশি। নিউ ফাউন্ড ল্যান্ড-এর সেন্ট জন্স থেকে যাত্রা শুরু করেছিল এই সাবমেরিন (Submarine), যার নাম রাখা হয়েছিল টাইটান। জরুরি পরিস্থিতির জন্য ৯৬ ঘন্টার অক্সিজেন মজুত ছিল ওই সাবমেরিনে।
আরও পড়ুন: Sylvester daCunha | প্রয়াত ‘আমুল গার্লে’র স্রষ্টা সিলভেস্টার দাকুনহা
সাবমেরিনটিতে আছেন ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামেশ হার্ডিং। ৫৯ বছর বয়সী এই অভিযাত্রী অনেক জায়গায় নতুন নতুন আবিষ্কার করেছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। গত রবিবার সমাজমাধ্যমের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন।
সাবমেরিনটি খুঁজে বার করে যাতে পর্যটকদের উদ্ধার করা হয় তার জন্য যথাসম্ভব তৎপরতা নেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে না ওই সাবমেরিনটিকে। এই পরিস্থিতিতে তল্লাশির কাজে আরও জাহাজ নামানো হবে বলে খবর পাওয়া গেছে।