কলকাতা: যতদিন যাচ্ছে, মেসেজিং অ্যাপের প্রতিযোগিতা ক্রমে বেড়েই চলেছে। কিন্তু তার মধ্যেও বাকিদের টেক্কা দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সফল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। চ্যাটের (Chat) সঙ্গে এখানে করা যায় ভয়েস কল (Voice Call) ও ভিডিও কল (Video Call)। নিত্যনতুন অনেক ফিচার্সও যুক্ত হয়েছে এই অ্যাপে (App)। এবার আরও একটি ফিচার (New Feature) যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। এবার থেকে কোনও অচেনা ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপ কল করলে আপনি সেই কলটি সাইলেন্ট করে রাখার অপশন পাবেন। নম্বরটির তথ্যও খতিয়ে দেখতে পারবেন। এতে যে কোনও স্প্যাম কলের হাত থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন।
সম্প্রতি ভারত তথা গোটা বিশ্বে হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে ভিডিয়ো ও অডিও কলের মাধ্যমে প্রতারণার মাত্রা ব্যাপক হারে বেড়েছে। সেকারণে মেটা এমন একটি ফিচার যোগ করেছে যা যা ব্যবহারকারীদের অটোমেটিক্যালি এই ধরনের কল প্ল্যাটফর্ম থেকে সরাসরি মিউট করতে দেবে।
ফিচারটি কিছু সময়ের জন্য বিটা টেস্টিংয়ে ছিল। এখন তার স্টেবল ভার্সনটি iOS এবং Android দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীর ডাউনলোডের জন্যই হাজির হয়েছে। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি প্রাইভেসি সেটিংস মেনু থেকে সক্রিয় করতে হবে। অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সাইলেন্স থাকলে তা রিসিভ করার সম্ভাবনা কমে যাবে। আর প্রাইভেসি চেকআপের মাধ্যমে নম্বরটি স্প্যাম নাকি স্ক্যাম, তা বুঝে নেওয়া যাবে। কলটি আসার সময় হোয়াটসঅ্যাপ সাইলেন্ট মোডে থাকলেও পরবর্তীতে কল লিস্টে আপনি তা দেখে নিতে পারবেন।
আরও পড়ুন:Lust Stories 2 | Trailer | নেটফ্লিক্সে আসছে ‘লাস্ট স্টোরিজ ২’ , নজর কাড়ল অ্যান্থলজি ফিল্মের ট্রেলার
কীভাবে অন করবেন এই ফিচার? প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর উপরের ডান দিকের কর্নারে ‘kebab’ মেনুতে ক্লিক করুন। চলে যান সেটিংস অপশনে। এবার ক্লিক করুন ‘প্রাইভেসি’-তে। কলস সিলেক্ট করুন। এখানে থেকে ‘সাইলেন্স আননোন কলস’ অপশনটি সক্রিয় করুন। ব্যাস আপনার কাজ শেষ। এতে প্রতারণা থেকে দূরে থাকা সম্ভব হবে।