বসিরহাট: তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসের (Congress) প্রার্থী হওয়ায় বাড়িতে সাদা থান এবং হুমকি চিঠি পাঠানোর অভিযোগ উঠল বসিরহাটে (Basirhat)। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা হাসনাবাদে রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বরুণহাট এবং কাটাখালির।
স্থানীয় সূত্রের খবর, বরুণহাট এবং কাটাখালির এক এবং দুই নম্বর বুথে এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন যথাক্রমে কবীর আহমেদ গাজী এবং আকবর গাজী। দুজনের তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। কিন্তু টিকিট না পেয়ে তাঁরা কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস দুজনকেই গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করেছে। অভিযোগ, দুজনের বাড়িতেই সাদা থান পাঠিয়ে দিয়েছে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা। আকবর গাজির বাড়িতে কংগ্রেসের প্রার্থীপদ থেকে সরে না এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আরও বলে হয়েছে, দুই প্রার্থীকেই গ্রামে থাকতে দেওয়া হবে না। ফলে নিরাপত্তার অভাবে ভুগছেন ওই দুই প্রার্থী।
আরও পড়ুন:Panchayat Elections | CBI | সিবিআই তদন্তের নির্দেশ এবার পঞ্চায়েত নির্বাচনে!
আকবর গাজী ইতিমধ্যে পরিবার সহ গ্রামের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বুধবার ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় তাঁরা সাদা থান এবং হুমকি চিঠি দেখতে পান বলে আকবর জানান। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই অভিযোগ মানতে রাজি নন। তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, আমরা এই থান কাপড়ের রাজনীতি করি না। এটা সিপিএম জমানায় হত। কংগ্রেস প্রার্থীরা প্রচার পাওয়ার জন্য মন গড়া অভিযোগ করছেন। দুর্নীতিগ্রস্তদের টিকিট না দেওয়া তৃণমূলের নীতি। তাই তাঁদের টিকিট দেওয়া হয়নি। দলের টিকিট না পেয়েই তাঁরা কংগ্রেসে ভিড়েছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিনে বিভিন্ন জেলায় বিরোধীদের বাড়িতে সাদা থান, হুমকি-চিঠি এবং মালা পাঠানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। ের আগে জয়নগর, ধনেখালি এবং কাঁথিতে এ ধরনের ঘটনা ঘটেছে। এবার বসিরহাটেও থান পাঠানোর অভিযোগ উঠল। পুলিশ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।