সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে ফ্যাশনও (Fashion)। এই কাঠফাটা গরমে বদলে গিয়েছে ফ্যাশনের সংজ্ঞাটাই। একটা সময় ছিল যখন বডি হাগিং জিন্স, জেগিন্স কিংবা লেগিন্সেই নজর কাড়তে দেখা যেত সেলিব্রেটি থেকে শুরু করে তরুণীদের। তবে এখন এই গরমে ফ্যাশনে উঠেছে ঢিলেঢালা ট্রাউজার (Pajamas)। বলি অভিনেত্রীদের ইনস্টা শুট হোক বা বিমানবন্দরের সাজ, এখন সবেতেই অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে ঢোলা পাজামা বা ওয়াইড লেগেড ট্রাউজার্স।
ঢোলা পাজামার সাজগোজ
বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও ইদানীং বেশির ভাগ ক্ষেত্রে ঢিলেঢালা ট্রাউজার পরতে দেখা যায়। সম্প্রতি এক ফোটোশুটে দীপিকা পরেছিলেন একটি ফুলেল প্রিন্টের ট্রাউজার। সঙ্গে সাদা ক্রপ-টপ আর সাদা স্নিকার্স। বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও যেতে হলে কিংবা কোথাও ঘুরতে গেলে অনায়েশে এই ধরনের প্রিন্টেড ট্রাউজার কিন্তু পড়তেই পারেন।
আরও পড়ুন: Jagannath Dev Ratha Yatra | জানুন রথাযাত্রার দিনক্ষণ
এ ছাড়াও অ্যামাজন, মিন্ত্রা, নাইকা ফ্যাশনের মতো শপিং সাইটেও আপনি এই ধরনের ট্রাউজার পেতে পারেন। ২৫০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যেই এই ধরনের পাজামা পেয়ে যাবেন আপনি। বাজেট বেশি থাকলে যেতেই পারেন এইচএনএময়ে। নানা রকম ওয়াইড লেগেড ট্রাউজার পাওয়া যায়। আর যদি দীপিকার মতো হুবহু এক পাজামা চাই, তা হলে চলে যান সাউট সিটি মলের জারা’তে। তবে ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত গচ্ছা যেতে পারে আপনার।