হায়দরাবাদ: ফাইল পাশ করিয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়া নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে যা ঘিরে বিতর্ক হয়েছে। তথাপি ওই ঘটনা বন্ধ করা যায়নি। এবার ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক রাজস্ব আদায়কারী। উদ্ধার হল লক্ষাধিক টাকা।
আরও পড়ুন- পোশাক নিয়ে ‘নীতিপুলিশি’,’ফুলপ্যান্ট’ পরেই অভিযোগ নিল কসবা থানা
ঘটনাটি তেলেঙ্গানা রাজ্যের। ওই রাজ্যের জয়শঙ্কর ভূপালপল্লি এলাকায়। সেখানে কাতারাম মণ্ডল নামক এক মহিলা আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার রাজস্ব আদায়কারীর পদে নিযুক্ত ছিলেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে ওই রাজ্যের দুর্নীতি দমন শাখা।
আরও পড়ুন- বিজেপির হাতে থাকা আরও একটি পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
বিমা সংক্রান্ত বিষয়ের একটি ফাইল পাশ করিয়ে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিল রাজস্ব আদায়কারী মন্ডল শহরের কাতারাম এলাকার রাজস্ব আদায়কারী আধিকারিক। দাবি ছিল যে দুই লক্ষ টাকা, তাহলেই খুব সহজে কাজ হয়ে যাবে। যার কাছে ওই টাকার দাবি করা হয়েছিল তিনি অপারগ ছিলেন। তিনিই তেলেঙ্গানা রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ করেন।
আরও পড়ুন- প্রথমবার তিব্বত সফরে চিনের প্রেসিডেন্ট, তাকিয়ে গোটা বিশ্ব
সেই অভিযোগের ভিত্তিতে আসরে নামে দুর্নীতি দমন শাখা। পরিকল্পনা করে ফাঁদ পাতা হয় ওই আধিকারিককে পাকড়াও করার জন্য। আর তাতেই কেল্লাফতে। হাতেনাতে ধরা হয়েছে ওই রাজস্ব আদায়কারীকে। তার ব্যগ থেকে উদ্ধার করা হয়েছে নগদ দুই লক্ষ টাকা। যা ঘুষ হিসেবে নিয়েছিল ওই মহিলা।