মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ চিরকাল। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব, চাঁদে বা মঙ্গলে পাড়ি দেওয়া, এসবই সেই প্রশ্নের উত্তরের খোঁজে। পৃথিবী ছাড়া অন্য কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া বিজ্ঞানিদের কাছে বড় আবিষ্কার। মার্কিন সংস্থা নাসার TESS মহাকাশযান এবার দুটি গ্রহের সন্ধান দিল। যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। মানুষ ভবিষ্যতে সেখানে বসবাস করতে পারে। কারণ এই দু’টি গ্রহই সূর্যের খুব কাছে রয়েছে।
এই দুটি গ্রহই সুপার আর্থ (Super Earth)। অর্থাৎ উভয়ই আয়তনে পৃথিবীর চেয়ে বড়। এই দুটি গ্রহের নাম হল TOI-2095b এবং TOI-2095c। TOI-2095b গ্রহে প্রাণের বিকাশ ঘটতে পারে। এই গ্রহটি পৃথিবীর চেয়ে 1.39 গুণ প্রশস্ত। কিন্তু এর ওজন পৃথিবীর চেয়ে 4.1 গুণ বেশি। দ্বিতীয় গ্রহ TOI-2095c সূর্য থেকে সামান্য দূরে রয়েছে। ওই গ্রহের 24 ঘন্টা পৃথিবীর 28.2 দিনের সমান। এটি পৃথিবীর চেয়ে 1.33 গুণ বড়। উভয় গ্রহের পৃষ্ঠের তাপমাত্রাই 24 থেকে 74 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই দুটি গ্রহের সম্পর্কে জানতে আরও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: Raj-Subhasree | প্রকাশ্যে রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত
এবার জানা যাক কীভাবে এই দুটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা;
নাসার TESS মহাকাশযানটি আলোর দ্বারা এই দু’টি গ্রহকে খুঁজে পেয়েছে। TOI-2095 গ্রহটি প্রচুর পরিমাণে অতিবেগুনী এবং এক্স-রে তরঙ্গ নির্গত করে। সেই তরঙ্গকে কেন্দ্র করেই বিজ্ঞানীরা সন্ধান করেছেন এই দুই নতুন গ্রহের। তবে এই TOI-2095 গ্রহটি প্রচুর পরিমাণে অতিবেগুনী এবং এক্স-রে তরঙ্গ নির্গত করে। যার দ্বারা ওই গ্রহের কাছে অবস্থিত যে কোনও গ্রহের বায়ুমণ্ডলকে ধ্বংস করতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।