মানুষের জীবনের সুখ-দুঃখ আলো ছায়ার মতে আসবে যাবে। আমাদের হাতে কোনও কিছুই নেই। এই নিয়মেই জীবনচক্র বয়ে চলেছে। যা পাল্টা ফেলার ক্ষমতা আমাদের কারও নেই। বুদ্ধের মতে মানুষের কামনা-বাসনাই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী। অবিমিশ্র সুখ বলে কিছু নেই। সত্য, ধর্ম, ভালবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে তাঁর চিন্তাভাবনা কত মানুষের জীবনকে পরিবর্তন করেছে, তা হয়ত বলে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধের (Gautama Buddha) বাণী জীবনে চলার পথে অনুসরণ করে চলতে পারলে কিছুটা হলেও সমস্যার সমাধান আমাদের হাতের মুঠোয় চলে আসবে।
বৌদ্ধরা তাকে সেই বোধিপ্রাপ্ত মনে করেন, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন। বুদ্ধ বলেছেন, নির্বাণ লাভ কিংবা কামনা-বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে।
সবকিছুর জন্য মন আসল। নিজের মনকে উপযুক্ত কর। চিন্তাশীল হও। আগে নিজে ঠিক করো কি হতে চায়।
প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায়, প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। ভুলের থেকে শিক্ষা নিয়ে আগামিদিনে এগিয়ে যেও
সুখ কখনও আবিষ্কার করা যায় না। সুখ থাকে আমাদের মনের গভীরে। এটি কখনও বাইরের কোনো উৎস থেকে আসে না।
সবার সঙ্গে মিলেমিশে থাকুন। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু প্রদীপের আলো কখনও কমে না। ঠিক তেমনই সুখ ভাগ করে নিলে কখনও কমে না।
অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে
অতীত নিয়ে ভেবে লাভ নেই, ভবিষ্যতে কী হবে আর কী হবে না তাতে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও।
আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ভুলে যান। যারা ভালোবাসে তাদেরকে ভুলবেন না। তবে যারা আপনাকে সবসময় ভালোবাসে তাদেরকে ভুলে যাবেন না।
জীবনে কখনও ভুল মানুষকে অনুসরণ করো না, জীবনে পরিপক্কতা আনতে একলা চলাই শ্রেষ্ঠ।
পরমাত্মা প্রত্যেক মানুষকে সমান বানিয়েছেন, পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে।
সুস্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক।
শরীরকে সুস্বাস্থ্যের মধ্যে রাখা কর্তব্য, তা না হলে আমরা আমাদের মনকে শক্ত ও পরিষ্কার রাখতে পারব না।
কোনও কিছুতেই রেগে যাওয়ার অর্থ নিজেকে শাস্তি দেওয়া
ঘৃণা ঘৃণা দিয়ে নয়, ভালবাসা দিয়ে শেষ হয়। এটাই চিরন্তন সত্য।
জিহ্বা এমন একটি অস্ত্র যা রক্ত ছাড়াই হত্যা করে।
যে ব্যক্তি অল্পতেই সুখী, সে সবচেয়ে বেশি সুখী, তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও।
যে জ্ঞানী, মহান ব্যক্তি তারা প্রশংসা বা সমালোচনা দ্বারা প্রভাবিত হয় না।