১৩০ বছর পর মহাসংযোগ, বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) এক সঙ্গে। জ্যোতিষ দৃষ্টিতে ২০২৩ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একে চন্দ্রগ্রহণ তার উপর আবার বিশেষ তিথির যোগ। এ বছর বহুদিন পর রাশি পরিবর্তন করবে শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। এ ছাড়াও অন্যান্য গ্রহের রাশি পরিবর্তন মানবজীবনকে প্রভাবিত করবে। এর ঠিক ১৫ দিন আগে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। আর মাত্র ১৫ দিনের তফাতে পরপর দুটি গ্রহণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ৫ মে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১ টায়। জ্যোতিষ গণনা অনুযায়ী ১২ বছর পর চন্দ্রগ্রহণে চতুর্গ্রহী যোগ থাকছে। মেষ রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি ও রাহুর যুতির ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এর ফলে এই গ্রহণ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপর। তাঁরা ধন লাভ ও উন্নতি করতে পারেন।
মেষ রাশি- বছরের প্রথম চন্দ্রগ্রহণ তুলা রাশিতে ঘটবে এবং এখানে চন্দ্র ও কেতুর মিলনও তৈরি হচ্ছে। চন্দ্রের প্রথম দৃষ্টি মেষ রাশিতে পড়বে। এই রাশির জাতক জাতিকারা ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। পাশাপাশি কাজে বাধা সৃষ্টি হবে। আর্থিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবে নিন, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণের কারণে মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। এর থেকে উপশম পেতে, গ্রহণের মন্ত্র জপ করুন।
বৃষ রাশি- চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব বৃষ রাশির মানুষের ওপরও পড়বে। মন অস্থির থাকবে। পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে, তর্ক-বিতর্কের পরিস্থিতি হতে পারে। এই সময়ে কথাবার্তায় সংযম রাখুন এবং কোনও বিষয়ে হট্টগোল করবেন না।
মিথুন- এবার চন্দ্রগ্রহণের ফলে মিথুন রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এবং মঙ্গলের যুতির ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন মিথুন রাশির জাতকরা। গ্রহণ আপনাদের জন্য অনুকূল। পরাক্রম বৃদ্ধি হবে।
কর্কট- সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তবে ব্যক্তিগত সুখ কমবে। অসুস্থতা দেখা দেবে।
সিংহ- ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন সিংহ রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক দিক থেকে ভালো জায়গায় থাকবেন সিংহ রাশির জাতকরা। তবে অধিক অর্থ ব্যয় হবে। যাত্রার যোগ তৈরি হচ্ছে। এ সময়ে আপনাদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কে সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে।
কন্যা- আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায় ধন লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Lunar Eclipse | জেনে নিন চন্দ্রগ্রহণের সময় কী করবেন আর কী করবেন না
তুলা- স্বাস্থ্য দুর্বল হতে পারে। তবে পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক- কোনও বিষয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে উন্নতির জন্য নতুন রাস্তা খুলতে পারে।
ধনু- কোনও সুসংবাদ পাবেন ধনু রাশির জাতকরা।
মকর- কেরিয়ারে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
কুম্ভ- কাজ ও ব্যবসায় দৌড়ঝাপ করতে হবে। পরিশ্রমের ফলে উন্নতি সম্ভব।
মীন- বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। লেনদেনে সতর্ক থাকুন।