গুড ফ্রাইডে (Good Friday) ৭ এপ্রিল ২০২৩-এ পালিত হবে। খ্রিস্টান (Christian) ধর্মালম্বীদের কাছে গুড ফ্রাইডে (Good Friday) এক বিশেষ তাৎপর্যপূর্ণ পরব বা তিথি। এই বিশেষ দিনটির সঙ্গেই সম্পর্কিত যীশু খ্রিস্টের (Jesus Christ) মৃত্যু এবং পুনর্জন্ম। জানা যায়, প্রভু যীশু খ্রিস্ট যে দিন তাঁর দেহ ছেড়েছিলেন সেই দিনটি ছিল শুক্রবার। সেই কারণেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রভু যীশুর আত্মত্যাগকে স্মরণ করে ‘গুড ফ্রাইডে’ উৎসব পালন করেন। কিন্তু ‘ব্ল্যাক ফ্রাইডে’ (Black Friday) কেন পালন করা হয় জানেন? জেনে নিন এই দিনটির ইতিহাস-
ব্ল্যাক ফ্রাইডে কী? ‘ব্ল্যাক ফ্রাইডে’ যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় ‘থ্যাঙ্কস গিভিং ডে’ পালিত হয়। ‘থ্যাঙ্কস গিভিং ডে এক ধরনের নবান্ন উৎসব। ভালো ফসলের জন্য বিধাতাকে ধন্যবাদজ্ঞ্যাপন। এদিন আমেরিকার জনগণ একে অপরকেও ধন্যবাদ জানায়। এর পরের দিনই অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবারটি ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে পরিচিত।
আরও পড়ুন:Easter 2023 | কেন প্রতি বছর বদলে যায় ইস্টারের দিন? জেনেনিন সেই রহস্য
‘ব্ল্যাক ফ্রাইডে’ নাম নিয়ে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। অনেকের মতে, ‘ব্ল্যাক ফ্রাইডে’ নাম দেওয়ার কারণ হল, এই দিন বিভিন্ন স্টোরে অতিরিক্ত ছাড় পাওয়া যায়, এর ফলে তাদের লোকসান হয় না। বড়দিনকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক ছাড়ে পণ্য বিক্রির আয়োজন করে থাকে। আমেরিকানরীতি অনুযায়ী, এ শুক্রবার থেকেই শুরু হয় ক্রিসমাস হলিডে সিজন। মানুষ তাদের পরিবার ও বন্ধু বান্ধবদের জন্য বড়দিনের উপহার কিনতে শুরু করে। আবার অন্য কয়েকজনের মতে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামটি দিয়েছে ফিলাডেলফিয়ার পুলিশ।
কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ব্ল্যাক ফ্রাইডের সঙ্গে শপিংয়ের কোনও লেনদেন নেই। ১৯৫০ এর দশকে ফিলাডেলফিয়া পুলিশ থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন বিভিন্ন স্টোরে অরাজকতা বন্ধ করার জন্য ‘ব্ল্যাক ফ্রাইডে’ শব্দটি ব্যবহার করে। জানা গিয়েছে যে, এই সময় বিশাল সংখ্যক পর্যটক শহরে উপস্থিত হয়ে ফুটবল খেলা শুরু করে, যা পুলিশের কাছে খুবই সমস্যাাদায়ক ছিল।