বড়দিন এবং গুড ফ্রাইডের (Good Friday) সঙ্গে সম্পর্ক যুক্ত ইস্টার (Easter)। প্রতি বছর নিয়ম মেনে ২৫ ডিসেম্বর (25 December) এবং গুড ফ্রাইডে (Good Friday) পালন হলেও ব্যতিক্রম ইস্টার। বেশ কিছু বিশেষ দিন আছে, যেগুলি বছরের পর বছর ধরে একই দিনেই পালিত হয়ে আসছে। কিন্তু বদলে যায় ইস্টারের দিন। কোনও একটা নির্দিষ্ট দিনে এই দিনটি পালন করা হয় না। কিন্তু কেন? তাছাড়া শুধুমাত্র রবিবারেই কেন পালিত হয় এই বিশেষ উৎসব।
মার্কিন আদমশুমারি ব্যুরো জানাচ্ছে, ১৬০০ থেকে শুরু করে ২০৯৯ সাল পর্যন্ত ইস্টার তারিখগুলি পর্যবেক্ষণ করেছে তারা। এর মধ্যে সবচেয়ে বিরলতম তারিখটি হল ২৪ মার্চ। ১৯৪০ সালে ২৪ মার্চ পড়েছিল ইস্টার। এরপর ২৪ মার্চ ইস্টার পালিত হবে ২৩৯১ সালে। সব থেকে বেশি ইস্টার হয়েছে ৩১ মার্চ এবং ১৬ এপ্রিল।
আরও পড়ুন: Corona Virus | COVID-19 | বাড়ছে উদ্বেগ, দেশে একদিনে ৪৬ শতাংশ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
ইস্টার দিন বদলে গেলে, একটা জিনিসের কখনও বদল হয়না। সেটি হল, প্রতি বছর রবিবারেই পালিত হয় ইস্টার। খ্রিস্টানরা মনে করে, যীশু যেদিন মারা গিয়েছিলেন, সেদিন হল গুড ফ্রাইডে এবং তার দু’দিন বাদে রবিবার, যেদিন যীশু ফিরে এসেছিলেন। তারপর থেকে ওই রবিবারেই পালিত হচ্ছে ইস্টার।
ইস্টারের প্রতিবছর দিন বদলের ঘটনাকে এক মার্কিন অধাপদ বিশ্লেষণ করে বলেন, খ্রিস্টান ক্যালেন্ডারটি ঋতু এবং আলোর সঙ্গে সম্পর্কিত।সেই কারণেই ২৫ ডিসেম্বর থেকে যখন দিন বাড়তে শুরু করে, তাঁরা ওই দিনটি বড়দিন হিসাবে উদযাপন করেন। কিন্তু এত দিন ধরে আমরা এসেছি যে, ২৫ ডিসেম্বর যীশুর জন্মদিন। ইস্টারের সঠিক তারিখটি নিয়েও আছে এমনই একটি তত্ত্ব। বলা হয়, বসন্ত বিষুব পরবর্তী প্রথম পূর্ণিমার পরে যে রবিবার আসে, সেদিনই হয় ইস্টার। এটি ২২ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে হয়ে থাকে। তবে অনেক সময় অন্য দিনেও হয়ে থাকে।
এই বছর ৯ এপ্রিল ইস্টার পালিত হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক, আগামী বছরগুলিকে কবে পড়বে ইস্টার ডে?
২০২৪ – ৩১ মার্চ
২০২৫ – ২০ এপ্রিল
২০২৬ – ৫ এপ্রিল
২০২৭ – ২৮ এপ্রিল
২০২৮ – ১৬ এপ্রিল
২০২৯ – ১ এপ্রিল