লাঠি দিয়ে আঘাত করেই চলছে উদ্ধার। এমন অমানবিক ছবি ধরা পড়ল জগৎবল্লভপুরের মাজুতে। হনুমান ধরার নাম করে অমানবিকতার পরিচয় দিলেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে মাজুয়া এলাকায় প্রতিবেশীরা দেখতে পান বাঁদরটিকে।
আরও পড়ুন ২০২১-এ কতজন ভ্যাকসিন পাবেন? সংসদে তৃণমূলকে জবাব দিলেন না মন্ত্রী
জানা যায় একটি স্থানীয় কুকুর এবং হনুমানের সঙ্গে সংঘর্ষে আহত হয় হনুমানটি। এরপরই আহত বাঁদরটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। খবর দেওয়া হয় বনদফতরে। হনুমানটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। কিন্তু দেখা যায় উল্টো ছবি।
আরও পড়ুন রাজ্যজুড়ে পুলিশের অভিযান, খুলে নেওয়া হল শতাধিক গাড়ির নীলবাতি
সেই অমানবিক ছবি। যেখানে লাঠি দিয়ে খুঁচিয়ে রীতিমতো আঘাত করে হনুমানটিকে খাঁচায় ভরা হয়। আহত হনুমানটিকে উদ্ধার করতে এসে অমানবিক হয়ে ওঠেন বনদফতরের কর্মীরা। তাঁদের এই ব্যবহারে স্থানীয়রা অবাক হয়ে যান । এই ঘটনায় তারা বাধা দিলেও কোনও কাজই হয়নি।এলাকাবাসীদের একাংশের অভিযোগ হনুমানটিকে সাহায্য করতে এসে তাকে আঘাত করে বনকর্মীরা। আহত বাঁদরটির এই অবস্থা দেখে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
আরও পড়ুন ইদের আগে এক টুকরো ‘সিরিয়া’ চিৎপুরের রাস্তায়