চুক্তিপত্র দেখে প্রাক্তন ফুটবলারদের মুখ খোলার দাবী ইস্টবেঙ্গল কর্তাদের| মঙ্গলবার হঠাত্ই ডাকা ইস্টবেঙ্গলের কার্যকরি কমিটির সভায় সিদ্ধান্ত হয় প্রাক্তন ফুটবলাররা বিনিয়োগকারী সংস্থার চুক্তিপত্র দেখে তাদের মতামত জানাক|
গত শুক্রবার কার্যকরি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল|
এরপরই লাল-হলুদের প্রাক্তন ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েন তাদের প্রিয় ক্লাবের ভবিষ্যত নিয়ে| কারণ চূড়ান্ত চুক্তিতে সই না হলে আইএসএল , কলকাতা লিগ সহ কোনও প্রতিযোগিতা খেলতে পারবে না ইস্টবেঙ্গল|
এরপরই একে একে বিভিন্ন একে একে বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখ খুলতে শুরু করেন প্রাক্তন ফুটবলাররা| তাদের বেশিরভাগ বর্তমান ক্লাব কর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন| এরপরই মঙ্গলবার হঠাত্ই ফের কার্যকরি কমিটির বৈঠকে বসেন ইস্টবেঙ্গল কর্তারা|
সেখানে প্রাক্তন ফুটবলারদের মতামত জানানোর আগে ক্লাবে এসে চুক্তি পত্র দেখার আমন্ত্রন জানানো হল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে| যত শীঘ্র সম্ভব মনোরঞ্জন ভট্টাচার্য ও সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে ক্লাবে এসে বিনিয়োগকারী সংস্থার চুক্তি পত্র দেখার জন্য বলা হয়েছে|
২৩ জুলাই ফের ক্লাবের কার্যকরি সভা| সেখানে প্রাক্তন অধিনায়ক সুকুমার সমাজপতি ও চন্দন বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রন জানানো হয়েছে চুক্তিপত্র দেখে মতামত জানানোর জন্য|
এছাড়া ফুটবল, ক্রিকেট, হকি এবং অ্যাথলিট সহ সব প্রাক্তনদের চুক্তিপত্র দেখার জন্য বলা হয়েছে ক্লাবের তরফে|
এদিকে বুধবার বিনিয়োগকারী সংস্থার চূড়ান্ত চুক্তিতে সইয়ের দাবীতে ক্লাব গেটের সামনে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা| সেই বিক্ষোভে অশান্তির আশঙ্কা করছেন ইস্টবেঙ্গল কর্তারা| সেই কারনে ক্লাবের সামনে বসানো হয়েছে সিসিটিভ ক্যামেরা|
এছাড়া থাকতে পারে পুলিশও| ফলে বুধবারের ব্ক্ষোভ কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে লাল-হলুদ কর্তারা|