কলকাতা: রাজ্যে ফের দৈনিক করোনার আক্রান্তের সংখ্যা বাড়ল৷ বাড়ল মৃত্যুর সংখ্যাও৷ বুধবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফরতের রিপোর্ট অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে৷ দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যা বাড়ছে৷ কিন্তু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে টক্কর দিচ্ছে দার্জিলিং জেলা৷
আরও পড়ুন- রোহিঙ্গাদের কি পুনর্বাসন দেওয়া হবে, সংসদে জবাব স্বরাষ্ট্রমন্ত্রকের
রিপোর্টে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১৫ জন৷ মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ আগের তুলানায় ১.৮১ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ মঙ্গলবারের থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে একদিনে ১২ থেকে ১৪ হয়েছে৷ সব মিলিয়ে রাজ্যে সক্রিয় করোনা রোগীস সংখ্যা রয়েছে ১১ হাজার ৩৭০ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ১০৯ জনের৷
আরও পড়ুন- ‘হোপ টোয়েন্টি ফোর’, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর আত্মবিশ্বাসী মমতা
দৈনিক সংক্রমণের দিক থেকে জেলার তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ১১৪ করোনা আক্রান্ত হয়েছেন৷ এরপরেই রয়েছে কলকাতা৷ সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ একজন কম নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন৷ এরপরেই রয়েছে উত্তরের জেলা দার্জিলিং। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৬২ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে৷ এরপর রয়েছে কোচবিহার৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়াও, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান,পশ্চিম মেদিনীপুর, নদীয়া, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে এক জন করে মৃত্যু হয়েছে৷