হায়দরাবাদ: চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন এক কৃষক৷ একটু একটু করে ২ লক্ষ টাকাও জমান তিনি৷ সেই টাকা এখন ছেঁড়া কাগজ৷ জমানো সব টাকা কুচি কুচি করে ব্যাগের ভেতর কাটা৷ তা দেখে মাথায় হাত কৃষকের৷
আরও পড়ুন: করোনার মতোই ছোঁয়াচে ভাইরাস, আমেরিকায় ‘মাঙ্কি পক্স’-এর হানা
কৃষকের সর্বনাশ করেছে ইঁদুরের দল৷ তেলেঙ্গানার মহাবুবাদ জেলার ভেমুনুর গ্রামের এক কৃষক রেদ্যা নায়েক৷ তাঁর দাবি, ইঁদুরের জন্য এত বড় সর্বনাশ হয়েছে৷ পেটের অস্ত্রোপচারের জন্য টাকার প্রয়োজন ছিল৷ তাই আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা ধার নেন৷ আবার নিজেও কিছু টাকা জমান৷ ব্যাগের ভিতর রাখা টাকার নোটগুলি সব ৫০০-ই ছিল৷
কাঁদতে কাঁদতে ওই কৃষক বলেন, ‘সবজি বিক্রি করে ওই টাকা জমিয়েছিলাম৷ আলমারির ভেতর ব্যাগের মধ্যে টাকা রেখেছিলাম৷ আজ ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে৷ দেখি সব নোট ছেঁড়া৷ ইঁদুরে নোটগুলো কুচি কুচি করে কেটে দিয়েছে৷’
আরও পড়ুন: যোগী রাজ্যে মহিলাকে হেনস্থা করছে পুলিশ, ভিডিও ভাইরাল
নোটগুলি বদলাতে ব্যাঙ্কেও যান তিনি৷ কিন্তু ব্যাঙ্কও টাকা ফেরত নিতে চায়নি৷ ওই কৃষক বলেন, ‘একাধিক ব্যাঙ্কে গিয়েছি৷ সবাই বলেছে, নোট বদলানো যাবে না৷’ ব্যাঙ্কের তরফে তাঁকে আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়৷ আরবিআইয়ের নির্দেশ মেনে ব্যাঙ্কগুলি পুরোনো বা ছেঁড়া নোট বদলে দেয়৷ কিন্তু ইঁদুরে কেটে দেওয়া নোট ফেরত নেওয়া নিয়ে নির্দেশিকায় কিছু বলা নেই৷