মুম্বই: অভিনয় দক্ষতা দিয়ে নিজেদের জাত চিনিয়েছন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীরা। যেমন তাঁদের ‘স্ক্রিন প্রেজেন্স’ তেমনই স্ত্রিনে অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা। বলিউড তো বটেই, বলিউডের বাইরেও এঁরা প্রত্যেকেই নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। আর এই সব কিছুর মাঝেই তাক লাগিয়েছে আর একটি ব্যাপার। তা হল তাঁদের সৌন্দর্য। কেউ চল্লিশের কোঠায়, কেউ আবার পঞ্চাশের কোঠায়। তবে এঁদের দেখে বোঝার উপায় নেই যে সময়ের সঙ্গে এঁদের বয়স বাড়ছে না কমছে! এই অপরূপাদের রূপের ঝলকানির সামনে ফিকে বলিউডের উঠতি নায়িকা থেকে অনেক এ-লিস্টার নায়িকাও। যেমন-
তব্বু (Tabu)
View this post on Instagram
বলিউডে অভিনেত্রীদের ভিড়ে আজও সমান প্রাসঙ্গিক ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী তব্বু। একদিকে রয়েছে যেমন তাঁর বলিষ্ঠ অভিনয় অন্যদিকে তেমনই তাক লাগানো তব্বুর রূপ। ইতিমধ্যেই ৫০-র কোঠায় তাঁর বয়স তবে তব্বুর ইনস্টাগ্রামের পাতায় উঁকি দিলে তাঁর নানা রূপের ছবিগুলি থেকে চোখ সরানো দায়।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)
View this post on Instagram
৫৫ বছর বয়সে আজও লাবণ্যে ভরা ধক ধক গার্ল। মোহিনীর মোহময়ীর হাসিতে আজও মুগ্ধ আপামোর বলিউড প্রেমী। অভিনেত্রীর বয়স এই প্রতিবেদনে বলা না হলে আজও অনেকেই হয়ত বুঝতেই পারতেন না তে সেই কবেই ৫০ পার করেছেন মাধুরী। কারণ, যতদিন যাচ্ছে তত যেন আবেদনময়ী হয়ে উঠছেন তিনি। ছোটপর্দার রিয়ালিটি শোয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় তাঁর একাধিক সিরিজ।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)
View this post on Instagram
আজাকল কোনও বছর ২৫-র যুবতীর মতো দেখায় বলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টিকে। একইসঙ্গে তাঁর যোগাসন ও কুকিং শো সমান জনপ্রিয় ইউটিউবে। আমার চুটিয়ে করছেন ঘরকন্নাও। তবে এত কিছুর পরেও যেভাবে বয়স ধরে রেখেছেন শিল্পা শেট্টি তা প্রসংশনীয়। বলতে পারবেন তাঁর বয়স কত? যাঁরা জানেন না তাঁরা হয়ত ভাববেন হয়ত সদ্য পা দিয়েছেন চল্লিশে। না, আগের বাকি দু’জনের থেকে বয়সে কম হলেও মেঘে বেলা অনেক হয়ে। শিল্প শেট্টির এখন ৪৭এ।
রবিনা ট্যান্ডন (Raveena Tandon)
View this post on Instagram
নব্বইয়ের দশকের দমদার নায়িকা রবিনা ট্যান্ডন। আজও এমন ভাবে নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রেখেছেন যে তাঁকে দেখে মনে হবে বয়স বাড়ছে না এর ঠিক উল্টোটা হচ্ছে।
শ্বেতা তিওয়ারি (Sweta Tiwari)
View this post on Instagram
সোশাল মিডিয়ায় হিন্দি ও ভোজপুরি সিনেমা ও হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারির ছবি দেখলে অবাক হবেন অনেকেই। যেমন ফিট তিনি তেমনি আবেদনময়ী। শ্বেতাকে দেখে বিশ্বাস করা কঠিন যে দু’বছর আগেই চল্লিশের ঘরে পা দিয়ে ফেলেছে তিনি। বাংলার ‘কুড়ি তে বুড়ি’কে বুড়ো আঙুল দেখিয়ে এখন ইংরেজির আজকালের ক্যাচফ্রেজ ‘ফর্টি ইজ দ্য নিউ টোয়েন্টি’-র একবারে জ্বলন্ত উদাহরণ তিনি।