২০২২ সালে হোয়াটসঅ্যাপ (WhatsApp) নানান চমক দিয়েছে। ২০২৩ সালেও অনেক নতুন চমক দিতে চলেছে মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (Meta-owned Instant Messaging App Service)। এর পাশাপাশি এখন যে সমস্ত ফিচার (Features) উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপে, তাকে আরও ইন্টারেস্টিং করার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team)। ডিসেম্বরে ‘ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন (Forward Media with Caption)’ ফিচার আপডেটে এসেছে আইওএস ইউজারদের (iOS Users) জন্য। জানা গিয়েছে, এই ফিচারকে আরও চমকপ্রদ করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ টিম।
আরও পড়ুন: Amitava Chakraborty Exhibition: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করলেও অমিতাভর মুক্তি ছবি আঁকাতেই
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত লেটেস্ট আপডেট (Latest Update) নিয়ে তথ্য শেয়ার করা ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WABetaInfo) টুইট করে জানিয়েছে, ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন ফিচার ক্ষেত্রে নতুন আপডেট আসছে। আপতত এই নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ টিম। যে কোনও ইমেজ (Images), ভিডিয়ো (Videos), জিফ (GIFs) কিংবা ডকুমেন্ট (Documents) শেয়ার করার আগে ক্যাপশন (Caption) যোগ করার অপশন আসে। আইওএস ইউজাররা এই ফিচার সম্পর্কে জানেন (অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই ফিচার আপডেট এখনও আসেনি)। কিন্তু মেসেজ যখন আবার ফরওয়ার্ড করা হয়, তখন আর ক্যাপশন ফরওয়ার্ড হয় না তার সঙ্গে। ফলে অনেক সময়তেই সংশ্লিষ্ট ইউজারকে নতুন করে ক্যাপশন যোগ করতে হয়, আর নাহলে ক্যাপশন ছাড়াই ফরওয়ার্ড করতে হয় অন্যান্যদের।
? WhatsApp beta for Android 2.23.2.2: what’s new?
WhatsApp is introducing an alert to inform users about the ability to forward media with a caption!https://t.co/XGVd6YLhNE
— WABetaInfo (@WABetaInfo) January 10, 2023
নতুন ফিচার আপডেট এলে অ্যালার্ট অপশন (Alert Option) দেখতে পাবেন যে কোনও মিডিয়া ফরওয়ার্ড করার সময়। সেখানে ইউজারকে জানানো হবে, ইমেজ, ভিডিয়ো, জিফ কিংবা ডকুমেন্ট ফরওয়ার্ড করা হচ্ছে ক্যাপশন সহ। তবে ইউজার চাইলে ক্যাপশন রিমুভ (Caption Remove) করে মেসেজ ফরওয়ার্ড (Message Forward) করতে পারবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপের এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে। সবচেয়ে বড় বিষয় হয়, হোয়াটসঅ্যাপ সবসময়ই চায়, ইউজার যে মেসেজ পাঠাচ্ছেন, তার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তাঁরই হাতে থাকুক। সেই কারণেই দুর্দান্ত এই ফিচারে নতুনত্ব যোগ করা হচ্ছে। আপতত এই ফিচার আপডেট বিটা ইউজারদের (Beta Users) জন্য উপলব্ধ। শীঘ্রই স্টেবল ভার্সন (Stable Versions) আসবে সকল অ্যাপল আইফোন ইউজারদের (Apple iPhone Users) জন্য। অ্যান্ড্রয়েড ইউজাররা (Android Users) কবে এই আপডেট পাবেন, সে নিয়ে নির্দিষ্ট কোনও তারিখ এখও জানায়নি মেটা।