বাস্তুশাস্ত্র মতে বাড়িতে রাখা আসবাবপত্র (furnitures) সহ যাবতীয় জিনিসের (essentials at home) নেতিবাচক (negative) ও ইতিবাচক (positive) প্রভাব পড়ে বাড়ির পরিবেশে। এই জিনিস কোথায় কীভাবে রাখা হচ্ছে তা যদি বাস্তুর (vastu tips) নিয়ম মেনে চলা হয় তাহলে ফল ভাল হয়। সংসারে সুখ-শান্তির (peace and prosperity) পাশাপাশি বজায় থাকে আর্থিক স্বচ্ছলতা। অনেকেই বাড়ির অন্দরসজ্জায় পেনটিংয়ের ব্যবহার করেন। কারণ, বাড়ির অন্দরসজ্জা এক মুহূর্তে বদলে ফেলতে পারে সুদৃশ্য মানানসই একটা পেন্টিং। তবে এই পেন্টিং বাড়িতে কোথায় বা ঘরের কোন দেওয়ালে রাখছেন তার ওপর নির্ভর করছে অনেক কিছুই। তাই বেডরুমের দেওয়ালে কোনও পেন্টিং টাঙানোর আগে বা ঘরের কোনা পেন্টিং দিয়ে সাজানোর আগে বাস্তুর এই নিয়মগুলো মেন চললে ভাল ফল পাবেন। যেমন-
প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং
বেডরুমে প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং লাগানো ভাল। এর ফলে আপনার সঙ্গে আপনার পার্টনারের সম্পর্ক ভাল থাকবে। সম্পর্ক আরও উন্নীত হবে এবং গাঢ় হবে। নিজেদের মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে। এছাড়া প্রাকৃতিক দৃশ্য মনকে আনন্দ দেয় ও মনে প্রশান্তি আনে। এই ধরনের পেন্টিং বাড়িতে রাখা হলে ঝগড়াও কম হবে।
আরও পড়ুন: Vastu Tips: বাস্তুশাস্ত্র মতে সংসারে সুখ-সমৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায় বাড়ির এই সব জিনিস
সুর্যোদয়ের ছবি বা পেন্টিং
বিবাহিতরা বেডরুমে সুর্যোদয়ের ছবি বা পেন্টিং ব্যবহার করতে পারেন। এই ধরনের ছবি আপনার মনে শক্তির সঞ্চার করবে। এর ফলে সম্পর্ক আরও মজবুত হবে। চাইলে এই ধরনের পেনটিং বা ছবি আপনি ঘরের পছন্দের দেওয়াল জুড়ে লাগাতে পারেন।
জোড়া পাখির ছবি
জোড়া পাখির ছবি, এক্ষেত্রে সাদা রংয়ের পাখির ছবি হলে আরও ভাল। এই ধরণের পাখির ছবি বা পেন্টিং বাড়িতে লগানো থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সদ্ভাব থাকবে। পরিবারে সুখ-শান্তি বিঘ্নিত হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে এই ধরনের ছবি লাগালে বা ব্যবহার করলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম-ভালোবাসা আরও বেড়ে যায়।