শীতকালে ত্বকের জৌলুস (glowing skin in winter) বজায় রাখতে অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত কত রকমের বিউটি প্রোডাক্ট(beauty products) ব্যবহার করেন তার ঠিক নেই। ক্লেনজার (cleanser), ময়শ্চারাইজার(moisturiser) তো সারা বছর আছেই তার সঙ্গে টোনার (toner), বিউটি সিরাম(beauty serum), বিউটি অয়েল (beauty oils) আরও কত ধরণের হায়ালিউরোনিক অ্যাসিড (hyaluronic acid), নিয়াসিনামাইড(niacinamide), বয়স ধরে রাখতে রেটিনল(retinol) যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। ত্বকের ধরণ অনুযায়ী বুঝেশুনে কিনলে অসুবিধে নেই তবে অনেক ক্ষেত্রে অন্যদের দেখে কেউ কেউ কড়া রাসায়নিক যুক্ত এমন সব ক্রিম বা লোশন কেনেন যে সেগুলো উপকারের তুলনায় অপকার করে বেশি। এদিকে অধরা থেকে যায় ত্বকের প্রাকৃতিক জেল্লাও।তবে এত চিন্তাভাবনা ত্বকের যে সব সমস্যা নিয়ে জানেন কী তার সহজ সমাধান দিতে পারে গ্লিসারিন। যেমন-
অ্যান্টি এজিং এজেন্ট (anti ageing agent)
অনেকেই হয়ত জানেন না ত্বকের বয়স ধরে রাখতে দারুণ কার্যকরী গ্লিসারিন।রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বক টোন করে। ফলে চট করে ত্বকে বয়সের ছাপ পড়ে না।
ব্ল্যাকহেডস পরিষ্কার করে (cleanses blackheads)
গ্লিসারিন খুব চটচটে হয়ে বলে অনেকেই এটা মুখে মাখার কথা ভাবতেই ভয় পান। তবে জানেন কী এই গ্লিসারিন আপনার ত্বক পরিষ্কার করে নিখুঁত ভাবে। রোমকূপের ভিতরে গিয়ে ব্ল্যাকহেডস পরিষ্কার করে গ্লিসারিন। তাই এই গ্লিসারিন দিয়ে ফেসপ্যাক বা স্ক্রাব বানিয়ে মুখে মাখতে পারেন। এতে ব্ল্যাকহেডস পরিষ্কার হয়ে যাবে।
ত্বকের রক্ষাকবচ ভাল রাখতে সাহায্য করে (defends protective layer for skin)
গ্লিসারিন আমাদের ত্বক সুরক্ষিত রাখে। ত্বকের ওপর আর্দ্রতার যে পরত থাকে সেই পরতের রক্ষা করে গ্লিসারিন। এর ফলে পরিবেশ দূষণের প্রভাব চট করে ত্বকের ওপর পড়তে পারে না।
বয়সের ছাপ কম করে (heals fine lines)
অকালে ত্বক বুড়িয়ে গেলে নিয়মিত গ্লিসারিন মাখলে বলি রেখা ও চামড়ার কুঁচকে যাওয়া থেকে সহজেই রেহাই মেলে। নিজের হারানো জেল্লা খুঁজে পায় ত্বক।