বাড়ি হোক কিংবা ফ্ল্যাট, অন্দরসজ্জায় (interior decoration) ইন্ডোর প্ল্যান্টেসের (indoor plants) মহিমায় আলাদা। কম বাজেটে এক নিমেষেই বদলে দিতে পারে ঘরের একঘেয়ে লুক। তবে শুধুমাত্র ইন্টেরিয়ার ডেকরেশনের প্রপ (interior decoration prop) হিসেবেই নয় বাস্তুশাস্ত্রে (vastu) বাড়িতে গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। গাছ একদিকে যেমন অন্দরসজ্জায় এক অন্য মাত্রা যোগ করবে ঠিক তেমনি আবার সংসারে নিয়ে আসবে সুখ ও শান্তি। বাস্তু অনুযায়ী কোন কোন গাছ বাড়িতে রাখলে উপকার পাবেন জেনে নিন-
কলা গাছ (banana plant)
বাড়িতে বাগান করার জায়গা থাকলে ভাল তবে যাঁরা ফ্ল্যাটে থাকেন তাঁরা অনেকেই হয়ত ফ্ল্যাট গাছ লাগানোর কথা শুনে চোখ কপালে তুলবেন। তবে চাইলে টবেই কলা গাছ লাগিয়ে নিতে পারেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কলা গাছ থাকলে ধন-সম্পত্তি বৃদ্ধি পায়। অনেকে এই কারণ বৃহস্পতিবার কলা গাছের পুজো করেন।
বাঁশ গাছ (bamboo plant)
বাস্তু অনুযায়ী বাঁশ গাছ সংসারে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে। ব্যবসায় উন্নতি হয়। যাঁদের বাড়িতে বাগান রয়েছে তাঁরা বাঁশ গাছ মনের সুখে লাগাতে পারেন কারণ এটা শুধু সৌন্দর্য বা সৌভাগ্য ঘরে নিয়ে আসে না। বরং বাড়িতে বাজ পড়ার সম্ভাবনা কমিয়ে আনে। এখানেই শেষ নয় বাঁশ গাছ বেনজিন, ট্রাইক্লোরোএথিলিন ও ফর্মালডিহাইডের মতো রাসায়নিক বাড়ি থেকে দূর করে ও বাতাসে আর্দ্রতা আনে। তাই ন্যাচারাল হিউমিডিফায়ার (natural humidifier) হিসেবে বাঁশ গাছের বেশ নামডাক রয়েছে।
আরও পড়ুন: জানেন কি বাড়িতে সঠিক কোণ বেছে মানি প্ল্যান্ট না রাখলে ফল হবে উল্টো
নিম (neem plant and neem leaves)
শরীর ও ত্বক সুস্থ রাখতে নিমের উপকারিতার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এর পাশাপাশি, বাস্তু অনুযায়ী নিমের পাতা ঘরে ঢোকার দরজার মাথায় লাগালে ঘরে কোনওরকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এখানেই শেষ নয় নিম বাড়ির পরিবেশ ভাল রাখে। বাতাসে থাকা ধুলোবালি শুষে নেয়। নিম গাছের প্রচুর পরিমাণে কার্বন ডায়অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন তৈরির ক্ষমতা রয়েছে। এর ফলে বাড়ির ভিতর ও বাইরের পরিবেশ পরিষ্কার ও স্বচ্ছ থাকে।
তুলসী (tulsi/ basil)
বাড়িতে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে তুলসীর গাছ। বাড়ির পরিবেশ ভাল রাখে। প্রায় ১০টি গাছের সমান অক্সিজেন দিতে পারে একটি তুলসী গাছ। এছাড়া তুলসী পাতার অ্যান্টিব্যক্টেরিয়াল কার্যকারিতার কথা সকলেই জানেন। রূপচর্চায় যেমন উপকারী তেমন শীতকালে সর্দি কাশিতে তুলসী পাতার একাধিক ঘরোয়া টোটকা দারুণ কাজের।