অফিসে আপনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, হঠাৎ আচমকা কল চলে এল। মোবাইলটা আপনি সাইলেন্ট মোডে (Silent Mode) ফেলতে ভুলে গিয়েছিলেন, তাই বেজে উঠল। কিন্তু অনেক সময় আবার সাইলেন্ট করা থাকলেও, ফোনটা বাজলে মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়ার সময় চোখটা ওই দিকেই চলে যায়। ভীষণ ডিস্টার্বিং। সেই জন্যই তো রয়েছে ফোনের ডু নট ডিস্টার্ব ফিচার (Do Not Disturb)। প্রিমিয়াম থেকে শুরু করে বাজেট ফোন, এখন সব মডেলের ফোনেই এই ফিচার থাকে। ধরুন আপনি মিটিংয়ের সময় ডু নট ডিস্টার্ব ফিচার অন করে রেখেছেন, আর সে সময় হোয়াটসঅ্যাপে কল এল। দিনে দেখা গেল এরকম আপনার অনেক কল আসে, যেগুলো আপনি ইচ্ছে করেই ধরেন না (হয় কাজের চাপে, আর নাহলে সঠিক জায়গায় না থাকার কারণে)। কিন্তু হোয়াটসঅ্যাপে সব কলই তো মিসড কল দেখায় না ধরলে। কিন্তু ডু নট ডিস্টার্ব অন থাকাকালীন, আপনি তো ফোন কল কাটেননি। রাত্রিবেলা যখন না ধরা কল চেক করতে বসলেন, তখন কী করে বুঝবেন যে কোনটা আপনি ডু নট ডিস্টার্ব থাকাকালীন ধরতে পারেননি?
আরও পড়ুন: Children’s Day: আজ গুগলে কার, কী ছবি আছে দেখেছেন? চমকে উঠবেন খুললে!
আপনি কি জানেন, মেটা (Meta) পরিচালিত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (Instant Messaging Platform) একটি ফিচার নিয়ে কাজ করছে। বিটা ইউজারদের (Beta Users) জন্য ইতিমধ্যেই সেই আপডেট চলেও এসেছে। হোয়াটসঅ্যাপের এই ফিচারের সাহায্যে আপনি বুঝে যাবেন, আপনার ফোনে ডু নট ডিস্টার্ব ফিচার অন থাকাকালীন কোন কোন কল আপনি মিস করে গিয়েছেন হোয়াটসঅ্যাপে।
এই ফিচার ব্যবহার করতে হলে গুগল প্লে স্টোর (Google Play Store)-এ গিয়ে হোয়াটসঅ্যাপ বিটা ডাউনলোড (WhatsApp Beta Download) করে নিন। তারপর ফোনের ডু নট ডিস্টার্ব অন করুন। তারপর আপনার কোনও বন্ধুবান্ধবকে বলুন আপনাকে হোয়াটসঅ্যাপ কল (WhatsApp Call) করতে। কল কেটে যাওয়ার পর, আপনার ফোন চেক করুন। দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ কলের লিস্ট আগের মতোই আছে। শুধু যে কলগুলি আপনি ডু নট ডিস্টার্ব অন থাকাকালীন এসেছে, তার তলায় দেখবেন লেবেল (Lebel) চলে এসেছে – সাইলেন্সড বাই ডু নট ডিস্টার্ব (Silenced By Do Not Disturb)।