হঠাত্ হৃদরোগে আক্রান্ত| ৬৬ বছর বয়সেই থেমে গেল যশপাল সিংয়ের দৌড়| সেটাই বিশ্বাস করতে পারছেন না ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা| কপিল দেব তো খবরটা শোনার পর থেকে মেনে নিতেই পারছিলেন না| তিনি বলেন “আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না। এই গত সপ্তাহেই দেখা হল, কথা হল। আর কি বলব, ঈশ্বরের ইচ্ছার সামনে আমাদের কিছুই করার নেই। যশপালকে বলব…শান্তিতে থাক। তোমায় মিস করব।”
একই অবস্থা তাঁর বাকি সতীর্থদেরও| স্মৃতির সরণী বেয়ে সকলের মুখেই ১৯৮৩ বিশ্বকাপের কথা| একসঙ্গে খেলার সময় তাঁকে বাদাম বলে ডাকতেন অংশুমান গায়কোয়াড়| ভেজাম বাদাম খেয়ে মাঠে নামতেন যশপাল শর্মা| তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিত পারছেন না অংশুমান গায়কোয়াড়ও|
গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় লড়াইয়ের সময় প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন যশপাল| ট্যুইট করে শোক প্রকাশ করেছেন সৌরভ|
প্রাক্তনদের পাশাপাশি বর্তনাম ক্রিকেটাররাও তাঁর হঠাত্ মৃত্যুতে শোকস্তব্ধ| সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংরা শেষশ্রদ্ধা জানিয়েছেন এই প্রাক্তন তারকাকে|
দেশের হয়ে টেস্ট খেলেছেন ৩৭টি এবং একদিনের ক্রিকেট খেলেছেন ৪২টি| ১৯৮৩ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ৬০ রানের ইনিংস আজও সকলের স্মৃতিতে টাটকা|
সেই যশপাল সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়া মহল|