কলকাতা: রবিবার সকালে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ইতিমধ্যেই তাদের জেরা করে জানা গিয়েছে কলকাতার বিভিন্ন এলাকায় সাইকেলে করে খেলনা-মশারি বিক্রি করতো তারা। এই খেলনা ফেরি কী শুধুই রুটিরুজির জন্য, নাকি এলাকায় ঘুরে ঘুরে রেইকি করতো তারা, তা খতিয়ে দেখছেন এসটিএফের আধিকারিকরা। এরমধ্যেই তাদের জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর অনুযায়ী, নিজেদের সংগঠনের জন্য ফান্ড কালেকশন করার অভিনব পন্থা অবলম্বন করেছিল জঙ্গীরা। অনলাইন ব্যবসার জাল বুনেছিল তারা। এই ব্যবসা নিয়ন্ত্রণ করত জামাতুল মুজাহিদীন জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ কর্তা আল আমিন। কাসিমপুর জেলে বসেই এই ব্যবসা চালাত সে। বাইরে থেকে এই ব্যবসায় সহযোগিতা করত তার ভায়রাভাই নাজিউর রহমান ওরফে জয়রাম বেপারী ওরফে পাভেল। রবিবার কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়েছে যে তিনজন তাদের একজন এই নাজিউর রহমান।
ফান্ড কালেকশন করার জন্য অনলাইনে চালানো এই ব্যবসার নাম দেওয়া হয়েছিল HALAL and FRESH। এই অনলাইন ব্যবসার সাহায্যে জেলের বন্দীদের কাছে পৌঁছে যেত জামাকাপড় সহ সবরকম খাবারদাবার। শুধু তাই নয় নিজেদের বাড়ির লোক এবং আত্মীয়-স্বজনদের কাছেও পৌঁছে যেত যা তারা অর্ডার দিত তাই। পেমেন্ট নেওয়া হতো ক্যাশ অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে।
সংগঠনের জন্য ফান্ড কালেকশন করার জন্যই এই পন্থা অবলম্বন করেছিল তারা। প্রাথমিকভাবে তারা জেলে বন্দী দেরই এই পরিষেবা দিচ্ছিল। যদিও পরবর্তীকালে তা তাদের আত্মীয়-স্বজন এবং বাড়ির লোকদেরও দিতে শুরু করা হয়। জেল থেকে বেরিয়ে আসার পর নাজির বাইরে থেকেই এই ব্যবসা দেখাশোনা করত।