কলকাতা: হেলমেট নিয়ে জারি হয়েছে নয়া ফরমান। ত্রুটিপূর্ণ হেলমেট ব্যবহার করলে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৯৮ এর নয়া সংশোধনীতে এমনটাই জানানো হয়েছে। জরিমানা হবে আইএসআই চিহ্ন যুক্ত হেলমেট ব্যবহার না করলেও। বাইক আরোহীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই জরিমানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রক।
ট্রাফিক পুলিসের ভয়ে হেলমেট পরেই বাইক চালাতে বাধ্য হন সবাই। কিন্তু সেসব হেলমেট ভালো করে দেখলে দেখা যাবে, অধিকাংশেরই স্ট্র্যাপের অবস্থা সংকটজনক। তবে এবার ত্রুটিপূর্ণ হেলমেট পরলেই হবে জরিমানা। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, হেলমেট পরা থাকলেও তার স্ট্র্যাপ খোলা বা ত্রুটিপূর্ণ হলে জরিমানা দিতে হবে এক হাজার টাকা। মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৯৮ এর ১২৯ নম্বর ধারায় এই উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশিকায় এও বলা হয়েছে, চার বছরের কম বয়সী বাচ্চাদের বাইকে বসালে হেলমেট পরা বাধ্যতামূলক। বাইক আরোহীর সঙ্গে শিশু থাকলে সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তা কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
নতুন নির্দেশিকায় কোন কোন ভুল করলে জরিমানা দিতে হবে-
আরও পড়ুন: Delhi Rain: প্রবল ঝড়বৃষ্টির জেরে দিল্লিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, ব্যাহত উড়ান পরিষেবাও