নয়াদিল্লি: লাগাতার ঝড়বৃষ্টির জেরে সোমবার সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী দিল্লির একাধিক এলাকা। ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানের সময়সূচি পরিবর্তন হয়েছে কি না, যাত্রীদের তা দেখতে অনুরোধ জানিয়েছে বেশ কয়েকটি এয়ারলাইন্স।
দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ৪০টিরও বেশি বিমানের সময়সূচি পরিবর্তন হয়েছে। বিমানবন্দরে নামবে এমন ১৮টি উড়ানও বেশ কিছুক্ষণ দেরী করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুটো বিমান বাতিল করা হয়েছে।
As per Delhi Airport website, over 40 departure flights delayed due to bad weather and other related issues. Around 18 arrival flights to Delhi airport delayed due to bad weather and other related issues as of now. Two flights cancelled.
— ANI (@ANI) May 23, 2022
বিমানের সময়সূচি পরিবর্তন হওয়ায় সকাল থেকেই ভিড় জমেছে দিল্লি বিমানবন্দরে। খারাপ আবহাওয়ার কারণে শত শত যাত্রী আটকে পড়েছেন সেখানে। দিল্লি বিমানবন্দরে অবতরণকারী বেশ কিছু বিমান জয়পুর এবং অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
As per Delhi Airport website, over 40 departure flights delayed due to bad weather and other related issues. Around 18 arrival flights to Delhi airport delayed due to bad weather and other related issues as of now. Two flights cancelled.
— ANI (@ANI) May 23, 2022
Hundreds of passengers are stranded, with all the early morning flights departing from Delhi being rescheduled as the weather is unfavourable: Delhi Airport Sources
— ANI (@ANI) May 23, 2022
ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি-এনসিআর সহ পার্শ্ববর্তী এলাকাও। সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন রাস্তায়।
#WATCH | Heavy rainfall in Delhi since morning causes traffic snarls in different parts of the city; visuals from ITO pic.twitter.com/DagL1h5UWD
— ANI (@ANI) May 23, 2022
রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল দিল্লিতে। ঝড়ের তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। সোমবার সকাল থেকেও ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কারণে সকাল ৫টা ৪০মিনিট থেকে ৭টা পর্যন্ত তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এদিন রাজধানীর তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
#WATCH | Strong winds, accompanied by rainfall, uproot trees in parts of Delhi this morning. Visuals from New Moti Bagh where a tree collapsed on a car. The occupants of the car, who were present inside the vehicle at the time of the incident, later got out of it safely. pic.twitter.com/Hq2NZ7xXpq
— ANI (@ANI) May 23, 2022