কাঁথি: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের। মন্ত্রী থাকাকালীন তাঁর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী আত্মহত্যা করেন। সেই ঘটনার তদন্ত চেয়ে বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ওই নিরাপত্তারক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী।
আরও পড়ুন: জাল চক্রে নাম জড়ালো শুভেন্দু ঘনিষ্ঠদের
২০১৮ সালের নভেম্বরের ১৩ তারিখ গুলিবিদ্ধ হন শুভেন্দুর তখনকার দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স পেতে দেরি কেন হলো সেটা পরিস্কার নয় বলে জানিয়েছেন সুপর্ণা দেবী। তাঁর বক্তব্য, যেহেতু জেলায় এবং রাজ্যস্তরে শুভেন্দুবাবু একজন খুব শক্তিশালী ব্যক্তি, সবাই ওঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়, তাই এতদিন কাউকে কিছু বলে উঠতে পারিনি। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। আশা করি, সঠিক বিচার পাবো। তিনি এদিন দাবি করেন, তাঁর স্বামীর ময়নাতদন্ত নিয়ে সন্দেহ রয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা এবং হিমাংশু মান্না দুজনেই ময়নাতদন্তের ক্ষেত্রে গরমিল করেছেন, এমনটাই অভিযোগ সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর। এফআইআর-এ সুপর্ণা কাঞ্জিলাল জানিয়েছেন, তিনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। তাই তাঁর স্বামীর মৃত্যুর রহস্য সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক প্রশাসন।