জলপাইগুড়ি: দুয়ারে সরকার শিবিরে আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না জলপাইগুড়ির এক মহিলা। প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রকল্পের পাপ্য টাকা অন্য গ্রাহকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামের ঘটনা। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামের তাঁতিপাড়ার বাসিন্দা জয়ন্তী দেবনাথ। জয়ন্তী ও তাঁর স্বামী বুলু দেবনাথ দু’জনই বিশেষভাবে সক্ষম। কোনওরকমে দিন মজুরি করে সংসার চলে তাঁদের। চার-পাঁচ মাস আগে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পেতে জয়ন্তী আবেদন করেছিলেন৷ তাঁর সঙ্গে আরও অনেকেই আবেদন করেন। অভিযোগ, বাকি সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও তিনি একবারও টাকা পাননি। শেষমেশ প্রশাসনের দ্বারস্থ হন জয়ন্তী।
ব্লক প্রশাসনে খবর দেওয়ার পর খতিয়ে দেখেন অফিসাররা। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে, তাঁর বদলে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে বেমালুম ঢুকছে ওই টাকা। পুরো ঘটনা কোতোয়ালি থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
আরও পড়ুন: Weather Update: সন্ধের পর কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা
জয়ন্তী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি না। আমার টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। সেই অ্যাকাউন্ট নম্বর পেয়েছি। থানায় অভিযোগ করে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ তুলে দিয়েছি।