কলকাতা: নির্ধারিত সময়ের ছ’দিন আগেই আন্দামানে ঢুকেছে বর্ষা। এখনই তা বঙ্গে প্রবেশ না করলেও মৌসুমি বায়ুর জেরে আপাতত কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বাংলা। তাতে গ্রীষ্মের ভ্যাপসা গরম থেকে অনেকাংশেই মুক্তি মিলতে পারে। মৌসম ভবন জানাচ্ছে, বুধবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেও রাতে বৃষ্টির সম্ভাবনা। সন্ধের পর কলকাতায় হতে পারে কালবৈশাখী।
আবহাওয়া দফতর সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের আগেই আন্দামানে প্রবেশ করেছে বর্ষা। মৌসুমি বায়ু অনেকটাই বঙ্গোপসাগরের উপর অগ্রসর হয়েছে। রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।
স্বস্তির বৃষ্টি থেকে বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গবাসীও। আগামী দিন দুয়েক গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহেও।
আরও পড়ুন: Partha Chatterjee LIVE: নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়
আবহবিজ্ঞানীদের ব্যাখ্যা, সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।