কলকাতা: শক্তি বাড়িয়ে ক্রমশ ওডিশা উপকুলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। এই মুহূর্তে পুরী থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরের উপর রয়েছে। অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আগামী ১০ তারিখ, মঙ্গলবারের পর তারিখ পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র প্রদেশ ও উত্তর পূর্ব দিক ধরে ওডিশা উপকূলের দিকে যাবে। যার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সকাল থেকেই খানিকটা বৃষ্টির দাপট দেখেছে রাজ্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘অশনি’ ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গে সরাসরি না পড়লেও আজ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সঙ্গে ঝোড়ো হাওয়া বইবারও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন Mamata Banerjee Nobel: নোবেল চুরি অসম্মানের, সিবিআই সম্ভবত কেস ক্লোজ করেছে: মমতা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। জার মধ্যে তুলনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান জেলায়।আগামিকাল বৃষ্টি বাড়বে উল্লিখিত জেলাগুলিতে।ফলে তাপমাত্রা কম থাকবে পরিবেশে।
আরও পড়ুন Mamata Banerjee: বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়