কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের শোচনীয় অবস্থা। রবিবার সকালে ভেঙে পড়ল হিন্দু হস্টেলের ছাদের চাঙড়। পুরো বিষয়টি ডিনকে মেল করে জানান পড়ুয়ারা। তাদের অভিযোগ, হিন্দু হস্টেলের পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের। জলের সুব্যবস্থা নেই। বারবার বলার পরও অপরিচ্ছন্ন পুরো হস্টেল। তাছাড়া এখনও নতুন ছাত্রদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি।
পড়ুয়াদের আরও অভিযোগ, সংস্কারের নামে ভাওতাবাজি চলছে হিন্দু হস্টেলে। খসে পড়ছে দেওয়াল। ছাদ থেকে জল পড়ে। ভেঙে গিয়েছে হস্টেলের বেশ কিছু অংশ। এই ভাঙাচোরা হস্টেল পড়ুয়াদের জন্য যে কোনও সময় বিপদের কারণ হয়ে উঠতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সকে ইমেল করে জানান পড়ুয়ারা। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
কয়েকমাস আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল প্রেসিডেন্সির হিন্দু হস্টেল। হস্টেল খোলা-সহ সংস্কারের দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন করেন প্রেসিডেন্সির পডুয়ারা। ঘেরাও করা হয় ডিনকেও। দীর্ঘ দুবছর করোনা পরিস্থিতির পর অফলাইন ক্লাস শুরু হলেও খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের হস্টেল। তাই সমস্যায় পড়েছিলেন সমস্ত পড়ুয়ারা। শেষ পর্যন্ত একমাস পর জোর করে গেট খুলে হস্টেলের দখল নেন পড়ুয়ারা। তারপর আবারও হিন্দু হস্টেলের ভাঙাচোরা চিত্র উঠে এল। দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন পড়ুয়ারা।
আরও পড়ুন: Digha Cyclone Asani: অশনির জলোচ্ছ্বাসের সাক্ষী হতে তিনদিনের ছুটি কাটাতে দিঘায় পর্যটক-স্রোত