বীরভূম: গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১৮ হাজার টাকা কাটমানি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে দলের অভ্যন্তরেই ফ্যাঁসাদে পড়ে গিয়েছেন এলাকার বুথ সভাপতি। এরপরই এই মন্তব্য প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মুরারই ১ নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, রাজগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা লাইলা বিবি গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেয়েছেন। অভিযোগ উঠেছে, সেই বাড়ি তৈরি করতে মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী তাঁর কাছ থেকে ১৮ হাজার টাকা কাটমানি নিয়েছেন। এলাকার বুথ সভাপতি অচিন্ত্য ঘোষ সেই কাটমানি ফেরত দেওয়ার জন্য দলের বিভিন্ন নেতার কাছে সরব হন।
এই ঘটনার পরই মুরারই ১ নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষ সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য হুমকি দেন। অচিন্ত্য ঘোষ এবং বিনয় ঘোষের সেই কথোপকথোনের অডিও ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
ফোনের কথোপকথনে শোনা যাচ্ছে, ব্লক সভাপতি বলছেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে সংবাদমাধ্যমকে বিবৃতি দিতে হবে তোমাকে এখনই।’ ওই অডিয়োতে কেষ্টদার নামও আসে। বিনয় ঘোষ বারবার বলেন, ‘কেষ্টদা’র নির্দেশ এখনই এই বিবৃতি দিতে হবে সংবাদমাধ্যমকে।’ যদিও নিজের পদক্ষেপে অনড় থাকেন এলাকার বুথ সভাপতি অচিন্ত্য ঘোষ।
আরও পড়ুন: Rahul Gandhi: ‘কংগ্রেসই একমাত্র গরিব-মধ্যবিত্তদের কথা ভাবে’, গ্যাসের দামবৃদ্ধিতে টুইট রাহুলের
অচিন্ত্য ঘোষের সঙ্গে মোবাইলে কথা বলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ব্লক সভাপতি বিনয় ঘোষ। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘কেষ্টদা এই ব্যাপারে কিছুই জানেন না। আমি বলতে চেয়েছিলাম, কেষ্টদার নির্দেশ কেউ কাটমানি নিলে তা দ্রুত ফেরত দিতে হবে। সেই কথাতেই ভুল বুঝেছেন ব্লক সভাপতি।’