আসানসোল: বেলা যত বাড়ছে, আসানসোলে ততই লিড বাড়াচ্ছে তৃণমূল। আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ১ লক্ষ ৩৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এই লোকসভার ৭টি বিধানসভার মধ্যে ৫টিতে এগিয়ে তৃণমূল, ২টিতে এগিয়ে বিজেপি। এদিকে তৃণমূলের লিড ১ লক্ষ পার হতেই সেলিব্রেশন শুরু করে দিয়েছে দলের নেতা-কর্মীরা। সবুজ আবীর নিয়ে বিজয় উৎসব চলছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এখনও পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৭৯০টি ভোট পেয়েছেন। শতাংশের বিচারে যা ৫৫.৫২। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ১ লক্ষ ৮৬ হাজার ৯৪১টি ভোট পেয়েছেন (৩২.৩৫ শতাংশ)। সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় ৪২ হাজার ৩৬০টি এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিত পুইতুণ্ডি ৭ হাজার ৮৬১টি ভোট পেয়েছেন।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনায় টেবিল সংখ্যা সর্বনিম্ন ১০ এবং সর্বাধিক ১৭টি। ১৪ থেকে ১৮ রাউন্ডের মধ্যে গণনা শেষ হতে পারে। সেই গণনার পরে বুথ সংখ্যার নির্দিষ্ট শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনা হতে পারে। স্ট্রংরুমের নিরাপত্তাও জোরদার রয়েছে। সেখানে তিনটি শিফটে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রহরায় রয়েছেন।
আরও পড়ুন: Bochahan Results 2022: বিহারের বোচাহান কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে লালুর আরজেডি, দ্বিতীয় বিজেপি