কলকাতা, ১৩ এপ্রিল : গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে । বিচার ব্যবস্থা কঠিন অবস্থার মধ্য দিয়ে চলছে । চিঠিতে এ কথা উল্লেখ করে, রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড় । গতকাল, মঙ্গলবার হাইকোর্টের ১১ এবং ১২ নম্বর কোর্টের সামনে আইনজীবীদের মধ্যে হাতাহাতি ঘিরে হুলুস্থুল। তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস সমর্থক আইনজীবীরা মারামারিতে জড়িয়ে পড়েন। এখানেই শেষ নয়, আজ বুধবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ১৭ নম্বর এজলাসের সামনে তৃণমূল ও বিজেপি সমর্থক আইনজীবীদের মধ্যে গন্ডগোল হয় । দুই পক্ষের মধ্যে হাতাহাতি চলে এজলাসের ভিতরে । এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল ।
রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টে যে বিশৃঙ্খলা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই । আর রাজ্যে সাম্প্রতিক সময়ে যে ভাবে নারীদের উপর বর্বরোচিত অপরাধের ঘটনা ঘটছে তা নিয়েও আলোচনা করতে চাই। কারণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ।’
চিঠিতে আরও লেখা হয়েছে, সেখানে তিনি লেখেন, “আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে ।” বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দ্রুত, সম্ভব হলে আজই রাজভবনে আসার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল ।
আরও পড়ুন: Bagtui: আনারুল হোসেনের পলিগ্রাফ টেস্টের আবেদনের শুনানি ফের স্থগিত
Guv emphasized “You would agree that in a system governed by constitution and rule of law, denial of access to justice and obstruction in the functioning of the Courts sounds death knell of democracy.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2022