বয়স বাড়ার ছাপ ত্বকে পড়ুক চান না কেউই। তবু অনেক সময় এছাড়াও নিত্যদিনের জীবনযাপনের স্ট্রেস, ধকল, রোদে পুড়ে, কিংবা পরিবেশ দূষণের কারণে অকালেই বুড়িয়ে যায় ত্বক। মুখে ও গলায় কখন বলিরেখা ফুটে ওঠে কখনও আবার চামড়া কুঁচকে যায়। বয়স বাড়লে ত্বকের বয়সও বাড়বে তা ঠিকই তবে সঠিক সময় ব্যবস্থা নিলে এই প্রক্রিয়ার গতি স্লথ করা যায়। আবার আটকানো যায় ত্বকের অকাল বুড়িয়ে যাওয়াকেও। তবে বাজার থেকে কেনা রাসায়নিক যুক্ত অ্যান্টি এজিং সব সামগ্রী যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে বাড়িতেই প্রাকৃতি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন অ্যান্টি এজিং পিল অফ মাস্ক। এই হোমমেড পিল অফ মাস্কের জন্য প্রয়োজন-
উপকরণ
হোমমেড পিল অফ মাস্ক তৈরির প্রক্রিয়া