লখনউ: তিন দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা৷ তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী আরজুও৷ সফরের শেষদিন অর্থাৎ রবিবার স্ত্রীকে নিয়ে দিল্লি থেকে তিনি উড়ে যান উত্তরপ্রদেশ৷ একাধিক মন্দিরে পুজো দেন দেউবা৷ তার আগে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
এদিন সস্ত্রীক বারাণসী পৌঁছে পর পর মন্দির দর্শন করেন শের বাহাদুর দেউবা৷ স্ত্রীকে নিয়ে কাল বৈরভ, কাশী বিশ্বনাথ এবং শ্রী সাম্রাজ্যশ্বর পশুপতিনাথ মহাদেব মন্দিরে যান তিনি৷ এরপর যান গঙ্গার ঘাটে৷ নেপালের প্রধানমন্ত্রীকে ‘গাইড’ করেন যোগী আদিত্যনাথ৷ পরে নেপালের প্রধানমন্ত্রী অফিসের টুইটার হ্যান্ডেল থেকে মন্দির দর্শনের নানা ছবি পোস্ট করা হয়৷
Rt. Hon. Prime Minister Sher Bahadur Deuba visits Shri Kashi #Vishwanath Temple, a holy shrine on the western bank of the sacred Ganga River. pic.twitter.com/kzIkhuM3wr
— PMO Nepal (@PM_nepal_) April 3, 2022
Rt. Hon. Prime Minister Sher Bahadur Deuba visits Kal Bhairav Mandari, one of the oldest Shiva temples in #Varanasi. pic.twitter.com/sV4gOeSd0u
— PMO Nepal (@PM_nepal_) April 3, 2022
Hon. @myogiadityanath, Chief Minister of the Indian state of Uttar Pradesh, calls on Rt. Hon. Prime Minister Sher Bahadur Deuba in Varanasi pic.twitter.com/Vuhzj1bRZh
— PMO Nepal (@PM_nepal_) April 3, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে এই প্রথমবার ভারত সফরে আসেন তিনি৷ শনিবার নেপালের প্রধানমন্ত্রী দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে৷ভারত-নেপাল সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন তাঁরা৷ ওই দিনই দুই দেশের মধ্যে রেলপথের সূচনা করেন দুই প্রধানমন্ত্রী৷ দিল্লির হায়দরবাদ হাউস থেকে ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করেন তাঁরা৷ বিহারের জয়নগর থেকে নেপালের কুরথা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিমি পথ ছুটবে এই ট্রেন৷ আট বছর পর দুই দেশের মধ্যে চালু হয় রেল পরিষেবা৷
আরও পড়ুন: Pakistan Election: ৯০ দিনের মধ্যে নির্বাচন, জানাল পাক সরকার