কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের (Supreme Court)। ডিএলএড উত্তীর্ণদের নতুন করে টেট (TET) পরীক্ষার নির্দেশ। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ৩১ মার্চের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে রাজ্য সরকারকে। বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চের যৌথ সিদ্ধান্তেই এই নির্দেশ।
আরও পড়ুন সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বড় রদবদল
এই বিষয়ে মামলাকারীরা জানায়, ২০১৫ সালে রাজ্যে শেষ বারের মতো টেট পরীক্ষা হয়েছিল। এরমাঝে দীর্ঘ ৬ বছরে আর কোনও পরীক্ষা হয়নি। অথচ এনসিটিইর গাইডলাইন অনুযায়ী বছরে ন্যূনতম একবার এই পরীক্ষা নিতে হবে। কিন্তু যারা ডিএলএড উত্তীর্ণ তাঁদের বয়সের কথাও মাথায় রাখতে হবে।
আরও পড়ুন করণের নতুন ছবিতে জয়া,সঙ্গে কে?
২০১৭ সালে রাজ্য সরকারের তরফে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। একইসঙ্গে শুরু হয় ফর্ম ফিলআপও। সময় মতন শেষ হয় ফিলআপও। কিন্তু সেই বছরে আর হয়নি পরীক্ষাটি। শেষপর্যন্ত ২০২১ সালের জানুয়ারি মাসে ২০১৫ সালের টেট পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি টেট পরীক্ষায় বসেছিলেন রাজ্যে আড়াই লক্ষ চাকরিপ্রার্থী।
আরও পড়ুন মঙ্গলবার ইউরো সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে এগিয়ে ইতালি
দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় কলকাতা হাইকোর্টে মামালা দায়ের করেন চাকরিপ্রার্থীরা। সেই মামলার পক্ষে রায় দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তারপরেও মামলাকারীরা সৌমেন সেন ও সুগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হেরে যায়।এরপররেই সুপ্রিম কোর্টের দারস্থ হন বেশকিছু পরীক্ষার্থীরা। সেই মামালারই রায় দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন মঙ্গলবার ইউরো সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে এগিয়ে ইতালি