কালনা: কালনা পুরসভার বিক্ষুব্ধ কাউন্সিলরদের (Kalna TMC Councillors) সঙ্গে সোমবার বৈঠকে বসবে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ১৭ জন কাউন্সিলরকেই কলকাতায় তলব করা হয়েছে। ওই বৈঠকে ডাকা হয়েছে দল থেকে বহিষ্কৃত কাউন্সিলর তপন পোড়েলকেও। গত ১৬ মার্চ চেয়ারম্যান নির্বাচন নিয়ে চরম বিশৃঙ্খলা হয় কালনা পুরসভায় (Kalna Municipality)। রাজ্যে নেতৃত্বের ঠিক করে দেওয়া চেয়ারম্যানকে মেনে নিতে পারেননি বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরও। তা নিয়ে গোষ্ঠীকোন্দল চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। জেলাশাসকের নির্দেশে বোর্ড গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। ওইদিন ঘটনার পরই বহিষ্কার করা হয় তপন পোড়েলকে।
তৃণমূল রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন কালনা পুরসভার চেয়ারম্যান হবেন আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান হবেন তপন পোড়েল। কিন্তু স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ বাগের অনুগামীরা আনন্দকে মেনে নিতে নারাজ ছিলেন। ১৬ মার্চ শপথ গ্রহণের দিন তা নিয়েই পুরসভার সামনে সকাল থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। মন্ত্রী স্বপন দেবনাথের সামনেই বচসা-ধাক্কাধাক্কি চলে অবাধে। মন্ত্রীর সঙ্গে দু-একজন কাউন্সিলরকে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়তে দেখা যায়। মন্ত্রীর সামনেই অনিল বসু নামে এক কাউন্সিলর রেলিং থেকে নীচে ঝাঁপিয়ে পড়ার হুমকি দেন। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান ভেস্তে যায়। বিক্ষুব্ধরা তপন পোড়লকে চেয়ারম্যান করার জন্য চাপ দিতে থাকে। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থনে তপন চেয়ারম্যান হন বলে ঘোষণা করা হয় তড়িঘড়ি।
কলকাতায় খবর পৌঁছতেই অস্বস্তিতে পড়েন তৃণমূলের রাজ্য নেতারা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হুমকি দেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ যাঁরা অমান্য করবেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ধ্যাতেই জেলা প্রশাসন নতুন বোর্ড গঠন বেআইনি বলে বিজ্ঞপ্তি জারি করে। তারপরেই তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন, তপন পোড়েলকে বহিষ্কার করা হল। পরবর্তী বোর্ড গঠনের দিনক্ষণ পরে জানানো হবে।
আরও পড়ুন: Shatrughan Sinha: মনোনয়ন দাখিল শত্রুঘ্ন সিনহার, প্রায় ৩ ঘণ্টা পার ফর্ম সংশোধনে
তৃণমূল সূত্রের খবর, সোমবারের বৈঠকে নতুন বোর্ড গঠনের দিন চূড়ান্ত হতে পারে। রাজ্য নেতারা বিক্ষুব্ধ কাউন্সিলরদের কড়া বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে।