কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তলব করেছে ইডি (ED)। আর এর মধ্যেই কলকাতা পুলিসের (Kolkata Police) তরফে পাল্টা নোটিস পাঠানো হল এনফোর্সমেন্ট ডিরেক্টরের তিন আধিকারিকের কাছে। তাঁদের কালীঘাট থানায় (Kalighat police station) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথম না এর আগেও এই মামলায় ইডির অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল।
রবিবার দিল্লি গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ইডির ডাকে তাঁর হাজিরা দেওয়ার কথা। আর এর মধ্যেই কয়লাপাচার এবং গরুপাচারকাণ্ডে ইডির অফিসারদের কালীঘাট থানায় তলব হয়েছে কলকাতা পুলিসের তরফে।
ইডি সূত্রের খবর, দিল্লিতে ইডির সদর দফতরে কলকাতা পুলিসের তরফে তিনটি নোটিস পাঠানো হয়েছে। যে নোটিসে তিনজন তদন্তকারী অফিসারকে তলব করা হয়েছে কালীঘাট থানায়। এই তিনজন অফিসারের মধ্যে রয়েছেন ও গরুপাচারের মূল তদন্তকারী অফিসার এবং একজন সহকারী অফিসার।
গত বছর বিধানসভা ভোটের পর ৬ সেপ্টেম্বর দিল্লিতে প্রথম অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই দিন টানা প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর সমস্ত নথি নিয়ে ফের দিল্লিতেই ২১ সেপ্টেম্বর অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। একইভাবে দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেকের স্ত্রী রুজিরাকে। ইডির তলবের বিরুদ্ধে অভিষেক এবং রুজিরা, দুজনেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের আবেদন ছিল, দিল্লিতে নয়, কলকাতায় ইডির তদন্তকারীদের মুখোমুখি হতে রাজি আছেন।
আরও পড়ুন – Abhishek Banerjee slams BJP: ভোটে হেরে বিজেপির গাত্রদাহ হয়েছে, মাথা উঁচু করে লড়ব, দিল্লি যাওয়ার আগে অভিষেক
কয়েকদফা শুনানির পর দিল্লি হাইকোর্ট রায়দান স্থগিত রাখে। উত্তরপ্রদেশ -সহ পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশ হওয়ার পরই দিল্লি হাইকোর্টের বিচারপতি রজনীশ ভাটনগর অভিষেক এবং রুজিরার আর্জি খারিজ করে দেন। তারপরই ইডি সক্রিয় হয়েছে।