বাঁকুড়া: নির্বাচনের ফল ঘোষণার পর দু’মাস পেরিয়ে গেলেও, গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। রবিবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কুশদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ৫০০টি পরিবার। তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ, অবৈধ বালি খাদান থেকে গ্রেফতার ২৩
রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর, বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে। এবারের বিধানসভা নির্বাচনে ইন্দাস আসনটি হাতছাড়া হয় তৃণমূলের। ভালো ব্যবধানে বিজেপি এই আসনটি দখল করলেও ভোটের ফল ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙন শুরু হয়েছে।
আরও পড়ুন: জোট ছাড়াই একা লড়তে সক্ষম দল, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির
ঘাসফুল শিবিরের দাবি, প্রতিদিন বিজেপির কর্মী ও সমর্থকরা দলে দলে তৃণমূলে যোগদান করছেন। কুশদ্বীপ অঞ্চল থেকে ৫০০ বেশী পরিবারকে মিষ্টিমুখ করিয়ে দলে স্বাগত জানানো হয়েছে বলেই জানালেন শ্যামল সাঁতরা। এই বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।