এক্সফোলিয়েশন থেকে শুরু করে ময়শ্চারাইজার, ত্বক একবার পর্যাপ্ত পরিমানে আর্দ্রতা পেয়ে গেলে এবার পালা ডলফিন মেকআপের। কীভাবে মেকআপের সঠিক ব্যবহারে ফুটিয়ে তুলবেন পার্ফেক্ট ডলফিন লুক দেখে নিন। প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল এই মেকআপ লুকের জন্য বাছতে হবে উজ্জ্বল হাইলাইটার, লিকুইড ফাউনডেশন ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলতে ফেস অয়েলস। এর ফলে আরও ফুটে উঠবে ডলফিন লুক। এবার জেনে নিন কীভাবে মেকাআপের সঠিক ব্যবহারে ধাপে ধাপে ফুটিয়ে তুলবেন পার্ফেক্ট ডলফিন লুক।
প্রথম ধাপ: কীভাবে ব্যবহার করবেন প্রাইমার
প্রথমে মুখে টোনার বা ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন। এতে ত্বক পেলব ও কোমল দেখাবে। এবার মেকাপের সঠিক বেস পেতে ডিউই প্রাইমার লাগিয়ে নিন। এর ব্যবহারে ত্বক নিঁখুত ও পরিষ্কার দেখাবে।
দ্বিতীয় ধাপ: এবার ফাউনডেশনের পালা
প্রাইমারের পর ব্যবহার করুন ম্যাটের বদলে হাইড্রেটিং লিকুইড ফাউনডেশন। তবে ফাউনডেশন যেন হালকা হয় সেটা মাথায় রাখবেন। যেখানে প্রয়োজন শুধুমাত্র সেই সব স্পটে কনসিলার ব্যবহার করুন।
তৃতীয় ধাপ: উজ্জ্বল রঙয়ের হাইলাইটার ব্যবহার করুন
ত্বক শিশিরের মতো সতেজ দেখাতে লিকুইড ব্লাশ ব্যবহার করতে পারেন। এরপর ওপর আল্ট্রা শিয়ার যুক্ত হাইলাইটার ব্যবহার করুন। উজ্জ্বল বেস ব্যবহার করলে ত্বক আরও পেলব ও চকচকে দেখাবে।
পারফেক্ট ডলফিন স্কিন পেতে ঠোঁট ও চোখের মেকআপ নিয়ে সজাগ থাকতে হবে। ঠোঁটে স্যাটিনের ছোঁয়া (satiny finish ) আর চোখে গ্লসি আই শ্যাডো(glossy eyeshadow) ব্যবহার করুন। গাঢ় বা চটকদার রঙ ব্যবহার না করাই ভাল। ম্যাট ফাউন্ডেশন বা লিপস্টিকের শেড ব্যবহার করবেন না। এমনকি পাউডার যুক্ত মেকআপ কিংবা অতিরিক্ত ক্রিম যুক্ত মেকআপ সামগ্রী ব্যবহার করলে মেকআপ ঘেঁটে যেতে পারে। সেক্ষেত্রে ডলফিন লুক একেবারে মাটি হয়ে যাবে।
শেষ ধাপ: সব শেষে নন অ্যালকোহলিক সেটিং স্প্রে(alcoholic setting spray) লাগিয়ে নিন। তবে খেয়াল রাখবেন এটা যেন খুব ড্রাই না হয়। উজ্জ্বল সেটিং স্প্রে বাছুন। এতে আপনার ত্বক আরও উজ্জ্বল, চকচরে ও কাঁচের মতো স্বচ্ছ দেখাবে।
(ছবি সৌ :Unsplash)