দক্ষিণী চলচ্চিত্রের হিরো প্রভাস এখন বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। ‘বাহুবলী’ ছবির জনপ্রিয়তা তার বাহুতে অন্যরকম শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছে। এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করার পর তিনি এখন সারা ভারতের সুপারস্টার। ছবিতে তার পারিশ্রমিক এখন আকাশ ছোঁয়া। বলিউড হিরোদেরও হার মানাচ্ছে। যদিও বাহুবলির পর সাহো ছবিতে তার অভিনয় বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। ‘ইয়াং রেবেল স্টার’ নামে পরিচিত হয়ে তার নতুন একশন ছবি ‘সালার’। এই ছবিতে সিক্স প্যাক অ্যাপস নিয়ে পর্দায় হাজির হবেন তেলেগু ছবির এই জনপ্রিয় অভিনেতা। সূত্রের খবর, এই ছবিতে একটি ধুন্ধুমার অ্যাকশন সিকুয়েন্স রয়েছে। নির্মাতাদের ধারণা এই সিকোয়েন্সটি ছবি মূল আকর্ষণ। এটি দর্শকদের মধ্যে সাড়া জাগাবে বলে ধারণা। তাই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ‘বাহুবলি’র খ্যাতিকে ধরে রাখতে চাইছে প্রভাস। তাই ‘সালার’ তার কাছে সত্যিকারের চ্যালেঞ্জ। এ ছবির পরিচালক প্রশান্ত নীল।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে। শোনা যাচ্ছে সালার ছবিতে প্রভাসকে বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। মাফিয়া জগতের প্রতিশোধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ব্রিটিশ আমলে মৌসুর রাজ্যের গল্প নিয়ে এই ছবিটি তৈরি হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবিতে প্রভাসের একটি লোক ভাইরাল হয়েছে। খল চরিত্রে দেখা যাবে জণ আব্রাহামকে। অনেকের আবার ধারণা অবৈধ মাইনিং নিয়ে ‘সালার’ ছবির গল্প নির্মাতারা পরিকল্পনা করেছেন সারা বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। সারা ভারতে পাঁচটি ভাষায় ছবিটি একইসঙ্গে মুক্তি পাবে।
কথায় বলে না ‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’। এত পরিকল্পনা করার পরেও নির্মাতাদের ধারণা হয়েছে এই ছবির গল্প ফাঁস হয়ে গেছে। তা জানতে পেরে তাদের মাথায় হাত। এখন তাদের চিন্তার বিষয় শেষ মুহূর্তে এসে চিত্রনাট্যে কোন পরিবর্তন করবে না কি অ্যাকশন থ্রিলার এর উপর ভরসা করেই ছবিকে এগিয়ে নিয়ে যাবে!